মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৪:০৩

সবুজ দ্বীপের রাজা' দু'দশক ধরে পানির ওপর বসবাস

সবুজ দ্বীপের রাজা' দু'দশক ধরে পানির ওপর বসবাস

এক্সক্লুসিভ ডেস্ক: কংক্রিটের জঙ্গল, নিয়ন আলো, কফিশপ, নাইটক্লাব, বার তাদের কাছে অলীক। হর্নের আওয়াজ নেই। পেট্রোল, ডিজেলের কালো ধোঁয়ার 'উত্‍কট' গন্ধ নেই। নাগরিক জীবনের যান্ত্রিক সভ্যতা থেকে বহু দূরে জলেই তাদের সংসার। পানীয় জলের ব্যবস্থা হয়ে যায় পাহাড়ি ঝর্না থেকে।

আক্ষরিক অর্থেই তারা 'সবুজ দ্বীপের রাজা'। শীতকালে যেহেতু ঝর্নার জল খুব ঠান্ডা হয়ে যায়, তাই পানীয় জলের উত্‍স বৃষ্টি। ফল, শাক-সবজি সবই নিজেদের বাগানের। দুই সন্তানকে নিয়ে কানাডিয়ান দম্পতি ওয়েইন অ্যাডামস ও ক্যাথরিন কিং ভরা সংসার জলেই। ভাসমান বাড়িতে তাদের বসবাস দু'দশকের উপর।

শহর থেকে অনেক মাইল দূরে ব্রিটিশ কলম্বিয়ার তোফিনো উপকূলে ১৯৯২ সালে ভাসমান বাড়িটি তৈরি করেন ওয়েইন অ্যাডামস ও ক্যাথরিন কিং। একেবারে নির্জনে প্রকৃতির কোলে একাধিক গ্রিন হাউস তৈরি করেন তাঁরা। সবই কাঠের। মাথা গোঁজার জায়গার পাশাপাশি তাঁদের খাদ্যের উত্‍সও প্রকৃতি। নিজেরাই ভাসমান বাগান তৈরি করেন। সেখানে বিভিন্ন শাক-সবজি, ফলের চাষ। জলেই তাঁরা নির্মাণ করেছেন একটি খামারবাড়িও। সেখানে মুরগি পালন চলে দিব্য। বাইরের কোনও জন্তু-জানোয়ার মুরগির লোভে যাতে না হানা দেয়, তার জন্যে প্রতিরক্ষার ব্যবস্থাও করেছেন তাঁরা।

ঘরে বিদ্যুতের সংস্থানও সূর্যের আলো। সৌরবিদ্যুত্‍ তৈরি করেই যাবতীয় বিলাসিতা। রয়েছে একটি ভাসমান লাইটহাউসও। দেশবিদেশের নানা শিল্পকলা, ফুলেরগাছ দিয়ে সাজানো। তবে স্বাধীন ভাবে বসবাস করলেও অতিথি আপ্যায়নে কোনও খামতি রাখেন না অ্যাডামস ও কিং। অনেকেই তাঁদের খোঁজ পেয়ে 'আশ্চর্য' সংসার দেখতে ভিড় করেন তোফিনো উপকূলে। কিং দম্পতির আতিথেয়তায় সবাই মুগ্ধ।
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে