মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৪:৪৮

সেই অটো চালককে চিনলে আপনি অবাক হবেন

সেই অটো চালককে চিনলে আপনি অবাক হবেন

এক্সক্লুসিভ ডেস্ক :আজব দুনিয়ায় কত রকমের মানুষই না আছে । একেক জন একেক ভাবে বিখ্যাত হয়েছেন। কেউ ক্রিকেটার, কেউ ফিল্মস্টার, কেউ রাজনীতিবিদ, আবার কেউ শিল্পপতি। কিন্তু সেই সব মুখের ভিড়ে কখনও কি চেনা লাগে জনৈক আন্নাদুরাই বা রাজেশ কুমারকে? অটোচালক আন্নাদুরাই তাঁর যাত্রীদের জন্য রেখেছেন বিনামূল্যে মোবাইল চার্জার, ওয়াইফাই, সংবাদপত্রের ব্যবস্থা। দিল্লির অতি সাধারণ ব্যবসায়ী রাজেশ কুমারের দিনের একটা বড় অংশ কাটে মেট্রো রেলের ব্রিজের নিচে গরীব ছাত্র-ছাত্রীদের পড়াশোনায়।

চেন্নাইয়ের তিরুভনমিয়ুর থেকে শোলিঙ্গানাল্লুর। এই পথে আপনার দেখা হয়ে যেতে পারে আন্নাদুরাইয়ের সঙ্গে। কারণ প্রতিদিন এই রুটেই অটো চালান আন্না। কিন্তু আর পাঁচটা অটো রিকশার সঙ্গে আন্নাদুরাইয়ের অটোর অনেক তফাত্‍। মোবাইল ব্যাটারি চার্জিং পয়েন্ট, টিভি দেখা, বিনামূল্যে ওয়াইফাই, বই, পত্রিকা, সংবাদপত্র - প্রায় ফাইভ স্টার মানের সব সুবিধাই পাবেন আন্নার অটোয়। এছাড়াও রয়েছে বাম্পার পুরস্কার প্রতিযোগিতা, বিশেষ দিনে শিক্ষক যাত্রীদের জন্য ভাড়ায় ছাড়ের ব্যবস্থাও। তাঁর অটোয় যাত্রীরা যাতে সবরকম স্বাচ্ছ্বন্দ পান, সেটাই তাঁর প্রথম লক্ষ্য বলে জানিয়েছেন আন্না। যে রুটে আন্না অটো চালান, সেই পথে মূলত আইটি কর্মীরা যাতায়াত করেন। সেই কারণেই তাঁর অটোতে রয়েছে ওয়াইফাই-এর ব্যবস্থা। সঙ্গে রাখেন ইন্টারনেট ডঙ্গলও। প্রায় আধঘণ্টার এই যাত্রাপথে কোনওভাবেই সময় নষ্ট করার পক্ষপাতী নন তিনি। এমনকি কোনও যাত্রীর সঙ্গে ল্যাপটপ বা স্মার্টফোন না থাকলে আন্না নিজেই এগিয়ে দেন ১০ ইঞ্চির একটি ট্যাবলেট। অটোতে ৩৫টি বিভিন্ন প্রকাশনীর পত্রিকা রাখতে মাসে চার হাজার টাকা খরচ করেন তিনি।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে