বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:০৫:০২

ফোনে ভাইরাস আছে কিনা বুঝবেন যেভাবে

ফোনে ভাইরাস আছে কিনা বুঝবেন যেভাবে

এক্সক্লুসিভ ডেস্ক : শরীরে কিছু লক্ষণ দেখে যেমন রোগের ধারণা করে নেওয়া হয় তেমনি মোবাইলে কিছু লক্ষণ দেখে ধারণা করা যেতে পারে সেটাতে কোনও ভাইরাস আক্রান্ত করেছে কিনা। ভাইরাস বা ম্যালওয়্যারে আক্রান্ত হলে যেসব লক্ষণ সাধারণত দেখা যায় তার মধ্যে-

ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যেতে পারে
ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়াকে ব্যাটারি ড্রেইন হওয়া বলে। যদি বার বার ব্যাটারি এমন ড্রেইন হওয়া শুরু করে তাহলে প্রাথমিকভাবে ধরে নেওয়া যেতে পারে ফোনে অনাকাঙ্ক্ষিত কিছু প্রবেশ করেছে। এক্ষেত্রে ফোনকে চার্জ দিয়ে ফুল করার কিছুক্ষণের মধ্যেই চার্জ দ্রুত শেষ হয়ে যাবে। কোনও কোনও ফোন নোটিফিকেশন দিয়ে জানিয়েও দিতে পারে।

অপরিচিত অ্যাপ পাওয়া
ফোনে ইনস্টল করেননি কিন্তু এমন অ্যাপ দেখা যাচ্ছে, সেক্ষত্রে দ্রুত সতর্ক হতে হবে। অনেক সময় ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে এপিকে ফাইল হিসাবে সেভ হয়ে যায় এই সব অ্যাপ। এগুলো ধীরে ধীরে সমস্ত ব্যক্তিগত তথ্য হাতানো শুরু করে। এমন অ্যাপ চোখে পড়লে দ্রুত সেগুলো ফোন থেকে মুছে ফেলতে হবে।

মোবাইল ডাটা অতিরিক্ত খরচ হতে থাকলে
কোনও কারণে ফোনের ডাটা বেশি খরচ হতে লাগলে বুঝতে হবে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটছে ফোনে। সাধারণত কোনও ম্যালওয়্যার বা ভাইরাস ফোনের বিভিন্ন ডাটা সরাতে থাকে। এ জন্য মোবাইল কী পরিমাণ ইন্টারনেট খরচ হচ্ছে সেটা মাঝে মাঝে চেক করে দেখে নেওয়া উচিত। স্বাভাবিকের চেয়ে বেশি মনে হলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে।

ফোনের পারফরম্যান্স দ্রুত কমে গেলে
ফোনের বয়স হওয়ার সঙ্গে সঙ্গে ধারাবাহিকভাবে পারফরম্যান্স কমে যায়। এটা স্বাভাবিক। ভারী অ্যাপ ডাউনলোড করলে বা মেমরি প্রায় ফুল করে ফেললেও এটা হতে পারে। কিন্তু এসব কারণ ছাড়াই যদি স্বাভাবিকের চেয়ে তুলনামূলক দ্রুত পারফরম্যান্স কমে যায় বা হঠাৎ নতুন ফোনে পারফরম্যান্স খুব নেমে যায় তাহলে ধরে নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে ফোনের সবকিছু চেক করে নেওয়া উচিত।

সেটিংস বদলে যাওয়া
অনেক সময় স্মার্টফোনের সেটিংস নিজে থেকেই বদলে যেতে পারে। মূলত ফোনের গুরুত্বপূর্ণ তথ্য হাতানোর জন্য সেটিংস বদলে দেয় হ্যাকাররা। এমন কিছু চোখে পড়লে দ্রুত সাবধান হতে হবে। আবার ফোন যদি অতিরিক্ত গরম হয় তাহলেও সতর্ক হতে হবে।

অপ্রয়োজনীয় পারমিশন
ফোনের অ্যাপগুলো যদি অপ্রয়োজনীয় পারমিশন চায় তাহলে সতর্ক হতে হবে। কারণ অনেক অ্যাপ প্রয়োজনীয়তার বাইরে পারমিশন চেয়ে থাকে। এগুলো স্মার্টফোনের ক্যামেরা, লোকেশন, কন্টাক্ট, ক্যামেরাসহ একাধিক ব্যক্তিগত তথ্যের একসেস পেয়ে যায়। কেননা এগুলো হ্যাকাররা তাদের হ্যাকিংয়ের টুল হিসেবে ব্যবহার করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে