মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৭:০৬

৩ বছরের শিশুকন্যাটিই জাতীয় চ্যাম্পিয়ন!

৩ বছরের শিশুকন্যাটিই জাতীয় চ্যাম্পিয়ন!

এক্সক্লুসিভ ডেস্ক: এখনও ভালো করে কথাও মুখে ফোটে না। আদো আদো ভাষা, মাত্র ৩ বছরের শিশু যেমন হয় আর কী। কিন্তু পুতুল নয়, এই বয়সেই শিশুকন্যাটি হাতে তুলে নিয়েছে তির-ধনুক। তিরন্দাজিতে ভারতের জাতীয় রেকর্ড করে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ জায়গা করে নিয়েছে বছর তিনের ডলি শিবানী চেরুকুরি।

৯ দিন আগেই ডলি ৩ বছরে পা দিয়েছে। এই বয়সেই সবচেয়ে কম বয়সী ভারতীয় মহিলা তিরন্দাজ হিসেবে ৫ থেকে ৭ মিটার দূরত্বে তিরন্দাজিতে ২০০ পয়েন্ট স্কোর করে ফেলেছে ডলি। ভারতের অন্ধ্রপ্রদেশের এই বিস্ময় বালিকার কীর্তি প্রকাশিত হতেই আলোড়ন পড়ে গিয়েছে বিশ্বজুড়ে।

ডলির মা-বাবা জানিয়েছেন, ডলি যখন প্রথম তিরন্দাজি শুরু করে, তার জন্য বিশেষ কার্বন-মুক্ত তির তৈরি করানো হয়েছিল। পরবর্তী কালে দেখা গেল, এই শিশু লম্বা রেসের ঘোড়া। ৩ বছর বয়সেই তার প্রমাণ পাওয়া গেল। তথ্যসূত্র : ইন্ডিয়াটাইমস
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে