এক্সক্লুসিভ ডেস্ক : আপনি যদি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে সাধারণ জ্ঞানের পাশাপাশি বেশ কিছু বিভ্রান্তিকর প্রশ্ন থাকে, যেগুলো জেনে রাখা উচিত।
আসলে ইন্টারভিউ চলাকালীন এমন কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয় যা শুনে অনেকেই ঘাবড়ে যান। আসলে এগুলি ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনিও সহজেই উত্তর দিতে পারবেন।
১) প্রশ্নঃ আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি?
উত্তরঃ পোর্ট ব্লেয়ার।
২) প্রশ্নঃ রেটিনা ও অপটিকা স্নায়ু স্থল কে কি বলা হয়?
উত্তরঃ অন্ধবিন্দু।
৩) প্রশ্নঃ কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত?
উত্তরঃ আয়ন বায়ু।
৪) প্রশ্নঃ সোলার সিস্টেম কে আবিষ্কার করেন?
উত্তরঃ বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস।
৫) প্রশ্নঃ অনশনের কারণে কোন বিপ্লবী জেলের মধ্যে শহীদ হয়েছিলেন?
উত্তরঃ বাঙালি বিপ্লবী যতীন দাস।
৬) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটি প্রথম কার্বন মুক্ত দেশ হিসেবে ঘোষিত হয়েছে?
উত্তরঃ আমাদের প্রতিবেশী দেশ ভুটান।
৭) প্রশ্নঃ বক্সাইট উৎপাদনে ভারতের কোন রাজ্যটি প্রথম স্থান অধিকার করেছে?
উত্তরঃ ওড়িশা।
৮) প্রশ্নঃ কোন বিদ্যার হাত ধরে মানচিত্র অঙ্কন শুরু হয়েছিল?
উত্তরঃ গণিতবিদ্যা।
৯) প্রশ্নঃ মরুভূমিতে মরীচিকার জন্য দায়ী কোনটি?
উত্তরঃ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
১০) প্রশ্নঃ ১৮২০ এর দশকের ইয়ংবেঙ্গল আন্দোলন নেতা কে ছিলেন?
উত্তরঃ হেনরি ডিরোজিও।
১১) প্রশ্নঃ আর্সেনিক দূষণের ফলে যে রোগটি দেখা যায় তার নাম কি?
উত্তরঃ ব্ল্যাকফুট।
১২) প্রশ্নঃ আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ ১৬২০ সালে হল্যান্ডের বিজ্ঞানী স্নেল (Willebrord Snellius) সর্বপ্রথম আলোর প্রতিসরণের সূত্র প্রকাশ করেন। তাই এই সূত্রটিকে স্নেলের সূত্রও বলা হয়।
১৩) প্রশ্নঃ হ্যারিকেন ঝড়ের উদ্ভব হয় কোথায়?
উত্তরঃ সাধারণত আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়গুলোকে হ্যারিকেন নামে ডাকা হয়। একই ধরণের ঝড় যখন ভারত মহাসাগরে উৎপন্ন হয়, তখন তার নাম হয় সাইক্লোন।
১৪) প্রশ্নঃ কোন সালে মায়ানমার ভারত থেকে আলাদা হয়ে যায়?
উত্তরঃ ১৯৩৭ সালে।
১৫) প্রশ্নঃ কী এমন জিনিস যা মেয়েদের মধ্যে সহজেই ঢুকিয়ে দেওয়া যায়?
উত্তরঃ সন্দেহ ও কুসংস্কার — এ দুটি মেয়েদের মনে সহজেই ঢুকিয়ে দেওয়া যায়।