এক্সক্লুসিভ ডেস্ক : হাজার হাজার উৎসুক জনতা ছুটে আসছেন একটি গলা গাছ দেখতে। রীতিমতো লোকজনের জটলা। আজব দুনিয়ায় সৃষ্টির রহস্য অপরিসীম। এমনই এক আজব কলা গাছে একসঙ্গে ৩৮টি থোর (কলার ছররা) ধরেছে।
সদরের রমজানবেগ গুচ্ছ গ্রামের কৃষক মো. শাহাবুদ্দিনের বসতভিটায় রোপণ করা কলা গাছে বিরল এ ঘটনা ঘটেছে।
কৃষক শাহাবুদ্দিন গণমাধ্যম কে জানান, ১০-১২ দিন আগে তার বাড়ির পেছনের বিঁচি কলার একটি গাছে প্রথম থোর দেখা যায়। কয়েকদিন যেতে না যেতেই থোরের সংখ্যা বাড়তে থাকে। সর্বশেষ মঙ্গলবার পর্যন্ত ওই গাছে ৩৮টি থোর ধরেছে।
এ ঘটনায় অনেকেই বিস্মিত হয়েছেন। ওই গুচ্ছ গ্রামসহ আশপাশের গ্রাম থেকে শতশত নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ কলা গাছটি এক নজর দেখার জন্য কৃষক শাহাবুদ্দিনের বাড়িতে ভিড় জমাচ্ছে।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/