বুধবার, ০৬ মার্চ, ২০২৪, ০১:৫৪:২৮

ফেসবুকে ফিশিং এর শিকার হলে যা করণীয়

ফেসবুকে ফিশিং এর শিকার হলে যা করণীয়

এক্সক্লুসিভ ডেস্ক : রিপোর্ট : যদি মনে করেন, আপনি ফিশিং -এর শিকার, তাহলে ফেসবুক অ্যাপের মধ্যে থাকা রিপোর্টিং টুলস ব্যবহার করে সন্দেহজনক মেসেজটি রিপোর্ট করে ফেলুন। কথোপকথন রিপোর্ট করতে চাইলে চ্যাট ডিলিট করার আগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন। 

আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখুন : পাসওয়ার্ড বদলে সকল ডিভাইস থেকে লগআইউট করুন। ব্যতিক্রমী পাসওয়ার্ড অথবা পাসফ্রেজ তৈরি করুন। এছাড়াও,  web.facebook.com/hacked এ গিয়ে আপনার অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করতে পারেন।

এছাড়া, ইউজারনেম ও পাসওয়ার্ড কাজ না করাতে যদি আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারেন, অ্যাকাউন্টটি আপনাকে পুনরুদ্ধার করতে হবে। এটি করতে  facebook.com/login/identify -এ গিয়ে ‘ফাইন্ড ইওর অ্যাকাউন্ট’-এ ক্লিক করে স্ক্রিনে লিখিত নির্দেশাবলি অনুসরণ করুন। 

যে কম্পিউটার বা মোবাইল ফোন থেকে আগে ফেসবুক অ্যাকাউন্টটি লগআউট করেছেন সেই ডিভাইসটিই ব্যবহার করবেন। এরপর অ্যাকাউন্ট অনুসন্ধান করতে আপনার অ্যাকাউন্টের নাম, ফোন নম্বর বা ই-মেইল ঠিকানাটি টাইপ করুন। অবশেষে, আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করতে স্ক্রিনে দেয়া পদক্ষেপগুলো অনুসরণ করুন।

এছাড়াও, আপনি আপনার প্রিয়জনের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারেন। তাদের ডিভাইস থেকে থেকে আপনার প্রোফাইলে গিয়ে কাভার ফটোর নিচের (···) এ ক্লিক করুন এবং 'ফাইন্ড সাপোর্ট' বা 'রিপোর্ট প্রোফাইল' বেছে নিন। তারপর, ‘সামথিং এলস’ (অন্য কিছু) ক্লিক করে ‘নেক্সট’ (পরবর্তী) ক্লিক করুন। অবশেষে, 'রিকভার দিস অ্যাকাউন্ট’ (এই অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করুন) এ ক্লিক করে পরবর্তী ধাপগুলি অনুসরণ করুন।

অ্যাকাউন্ট আক্টিভিটির দিকে নজর রাখুন
অদ্ভুত বা সন্দেহজনক কিছু ঘটছে কিনা তা দেখতে আপনার অ্যাকাউন্টের কার্যক্রমের বিষয়ে লক্ষ্য রাখুন। অদ্ভুত কিছু আন্দাজ করলে আপনি আপনার সাম্প্রতিক কার্যকলাপ পর্যালোচনা করার পাশাপাশি ফেসবুক থেকে পাঠানো সাম্প্রতিক ই-মেইলগুলো দেখে নিতে পারেন। 

বর্তমান অ্যাক্টিভিটি পর্যবেক্ষণ করতে ফেসবুকের ওপরের ডানদিকে প্রোফাইল পিকচারে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ সিলেক্ট করে ‘অ্যাক্টিভিটি লগ’ -এ ক্লিক করুন। সেখান থেকে আপনি তারিখ অনুযায়ী ফিল্টার করে দেখতে পারেন অথবা ‘অ্যাক্টিভিটি টাইপস’ দেখে নিতে পারেন৷

ফেসবুক থেকে পাঠানো সাম্প্রতিক ই-মেলগুলো দেখতে আপনার 'সিকিউরিটি অ্যান্ড লগইন সেটিংস’ (নিরাপত্তা এবং লগইন সেটিংস) এগিয়ে 'সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ (সেটিংস এবং গোপনীয়তা) -তে ক্লিক করুন। এরপর ‘সেটিংস’ -এ গিয়ে ‘সিকিউরিটি অ্যান্ড লগইন’ এ ক্লিক করুন। নিচে স্ক্রল করে ‘সি রিসেন্ট ইমেইলস ফ্রম ফেসবুক’ ('ফেসবুক থেকে সাম্প্রতিক ইমেইলগুলো দেখুন)-এ গিয়ে ‘ভিউ’ (দেখুন) ক্লিক করুন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে