মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:২৬:৩১

যোগ্য স্বামীর কিছু বৈশিষ্ট্য

যোগ্য স্বামীর কিছু বৈশিষ্ট্য

এক্সক্লুসিভ ডেস্ক : একটি মেয়ে জন্ম থেকে বেড়ে উঠে যেই সকল পরিজনদের মাঝে। একসময় সেই মেয়েটিই তাদেরকে পর করে অাপন করে নেই এক অজানা পুরুষকে স্বামী রুপে। আমাদের সমাজের এই সনাতন রীতি শতশত বছর যাবত ধরে চলে আসছে। কিন্তু সেই পুরুষটি কেমন হবে, কি বৈশিষ্ট্য থাকবে, তার মাঝে সেসকল বিষয় নিয়ে আজকের আলোচনা। নিন্মে একজন যোগ্য স্বামীর কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হল।

১) একজন ভালো মনের পুরুষ কখনোই ভালোবাসার প্রকাশে দ্বিধা করবেন না। সত্য প্রকাশে সংকোচ কীসের?

২) তিনি সব সময়েই আপনার পাশে থাকবেন, আপনাকে সাপোর্ট দেবেন।

৩) তিনি আপনাকে উৎসাহ যোগাবেন সর্বদাই জীবনের পথে এগিয়ে চলতে।

৪) আপনার বিশ্বাস অর্জন ও ধরে রাখার চেষ্টা সর্বদা একজন ভালো মনের প্রেমিক বা স্বামীর মাঝে থাকবে।

৫) তার সংস্পর্শে আপনি নিরাপদ বোধ করবেন, তিনি সর্বদা নিশ্চিত করবেন আপনার নিরাপত্তা।

৬) তিনি কখনো এমন কিছুই বলবেন বা করবেন না যার ফলে নিজেকে আপনার অসুন্দর মনে হয়।

৭) আপনার ছোটখাট সকল পছন্দ-অপছন্দকেই তিনি গুরুত্ব দেবেন।

৮) প্রতিটি সম্পর্কেই একটি সীমারেখা থাকে। তিনি সেই সম্মানের সীমারেখা কখনোই লঙ্ঘন করবেন না।

৯) সম্পর্ক ধরে রাখার ও সম্পর্ক ভালো রাখার চেষ্টা সারা জীবন করবেন তিনি।

১০) আপনাকে নিজের ইচ্ছা বিরুদ্ধে কিছু করতেই কখনো বাধ্য করবেন না তিনি।

১১) তিনি হবেন সৎ ও আত্মসম্মানবোধে ভরা মানুষ। কেবল আপনার সাথে নন, সবার সাথেই।

১২) তিনি কখনোই আপনাকে শারীরিক-মানসিক নির্যাতনের কথা স্বপ্নেও ভাববেন না।

২২সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে