মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ০৮:৪৮:৫৭

যা মাথায় দিলে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজায়

যা মাথায় দিলে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজায়

এক্সক্লুসিভ ডেস্ক : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাথার চুল পড়তে শুরু করে। দিনকে দিন ফাঁক হয়ে যায় মাথা। নতুন গজাতে নানা পদ্ধতি ব্যবহার হয়ে আসছে, প্রাচীনকাল থেকেই। 

যার মধ্যে অন্যতম পেঁয়াজের রস। এই রসের সঙ্গে ঘরোয়া কিছু উপাদান মিশিয়ে তৈরি করুন হেয়ার প্যাক। যা চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতেও সহায়তা করে।

নতুন চুল গজাতে দারুণ কাজের পেঁয়াজ। এর রসে রয়েছে সালফার, অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি ও বি-৬। যা চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এর সঙ্গে যদি মেশানো হয় ক্যাস্টর অয়েল, রোজমেরি অয়েল ও ভিটামিন ই ক্যাপসুল। তাহলে এর কার্যকারিতা বাড়বে দ্বিগুণ। হেয়ার ফলিকসকে স্টিমুলেট করে চুল গজাতে সাহায্য করবে। শক্তিশালী করবে চুলের গোড়া।

এই মিশ্রণ মাথায় মাখলেই হুড়হুড়িয়ে গজাবে চুল। টাক মাথায় যেমন আসবে নতুন চুল, তেমনই বন্ধ হবে চুল পড়া। চুলের স্বাস্থ্য হবে আরও ভালো। সঙ্গে কয়েকমাসের মধ্যেই ঘন হবে চুল। বাড়বেও দ্বিগুণ গতিতে।

কীভাবে বানাবেন এই মিশ্রণ?
চুল গজানোর এই ম্যাজিক টনিক নিয়ম মেনে লাগালে এক মাসের মধ্যে হবে কাজ। প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিন। একটি ছাঁকনিতে ছেঁকে বের করে নিন রস। তাতে মেশান ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, ৫ থেকে ৬ ফোঁটা রোজমেরি অয়েল। এছাড়া দিন দুটো ভিটামিন ই ক্যাপসুল। পুরো মিশ্রণটি ভালো করে মিশিয়ে দিলেই তৈরি চুলের অব্যর্থ দাওয়াই।

কীভাবে মাখবেন এই মিশ্রণ?
এই মিশ্রণ তুলায় করে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিন। মাথায় হালকা হাতে করে নিন ম্যাসাজ। এরপর ঘণ্টাখানেক মাথায় রেখে সুগন্ধি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে তিন দিন এইভাবে লাগালেই একমাস বাদেই দেখতে পাবেন কত তাড়াতাড়ি কালো কুচকুচে চুলে ভরছে মাথা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে