এক্সক্লুসিভ ডেস্ক : প্রতিটি গণপরিবহন তথা বাসের নাম রয়েছে। এমন নাম থাকে নৌযানগুলোরও। খেয়াল করলে দেখবেন নৌযানের নামের আগে লেখা থাকে এমভি (M.V) এরপর ওই জাহাজের নাম। যেমন এমভি সুন্দরবন, এমভি কীর্তনখোলা ইত্যাদি। কেন নৌযানের আগে এমভি লেখা থাকে? ভেবেছেন কখনো?
এমভি মানে কী?
এম.ভি (M.V) এর মানে হচ্ছে ‘মোটর ভেসেল’ (Motor Vessel)। এর মানে বোঝায়, নৌযানটি মোটর তথা ইঞ্জিন চালিত। সাধারণত ইঞ্জিন চালিত নৌযানের নামের আগে এমভি লেখা হয়। সাধারণত দূরের পথে যাত্রার জন্য এইসব নৌযান ব্যবহার করা হয়। তাছাড়াও এসব নৌযানে ভারী মালামাল বহন করা যায়। যা সাধারণ নৌযানে বহন করা সম্ভব হয় না।
নৌযান চলাচলের জন্য নিবন্ধন লাগে। সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় নৌযানের লাইসেন্স দেয়। তখনই নিবন্ধনকৃত জলযানটির নাম নির্ধারণ করে আবেদন করতে হবে।
জানলে অবাক হবেন বেশিরভাগ নৌযানেই বৈধ কলসাইনসহ রেডিও (বেতারযন্ত্র) থাকে। যার মধ্যে নদী কিংবা সাগরে চলাচলকৃত যানগুলোর সঙ্গে সারেং বা ক্যাপ্টেন যোগাযোগ করতে পারেন। এমনকি বিপদের সময় এই বেতার যন্ত্রের মাধ্যমে সাহায্যও চাওয়া হয়।