এক্সক্লুসিভ ডেস্ক : আপনি যখনই কোন মোবাইল বা ল্যাপটপ কেনেন তার গুরুত্বপূর্ণ ফিচারস যেমন — RAM, ROM ইত্যাদি ভালো করে দেখে নেন, যাতে ওই গ্যাজেটটির কার্যকারিতার সম্পর্কে জানতে পারেন। একইভাবে ওই গ্যাজেটে কতটা ডেটা সংরক্ষণ করা যায় তা সম্পূর্ণ নির্ভর করে মেমোরির উপর।
তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একজন মানুষের মস্তিষ্ক যদি এত কিছু মনে রাখতে পারে তাহলে তার মেমোরি কত GB (গিগাবাইট) হতে পারে। মস্তিষ্কে তথ্য সংরক্ষণের কোন লিমিট আছে কি? এই প্রতিবেদনের মাধ্যমে মানুষের মস্তিষ্ক সম্পর্কে একটি আকর্ষণীয় তথ্য দেওয়া হয়েছে।
মেমোরি বা স্টোরেজের ইউনিট হল বাইট আর মানুষের মস্তিষ্কে তথ্য সংরক্ষণের একক হল নিউরন। আমাদের নিউরন মস্তিষ্কের স্টোরেজ ও প্রক্রিয়াকরণের কাজ করে থাকে। এর ফলে বিজ্ঞানীরা নিউরনের কার্যকারিতার মাধ্যমে জানতে পেরেছেন যে মানুষের মস্তিষ্কে কত গিগাবাইট মেমোরি আছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, মানুষের মস্তিষ্কে চিন্তার ওপর ভিত্তি করে নিউরোনের গঠন। একটি গবেষণায় বলা হয়েছে, মানুষের মস্তিষ্ক কত গিগাবাইটের সমান, তা গণনা করা সম্ভব হয়েছে।
বিজ্ঞানীদের মতে, একটি নিউরোন অন্য নিউরোনের সাথে প্রায় হাজার বার যোগাযোগ করতে পারে, যা প্রায় ২.৫ পেটাবাইট মেমোরির সমান। তবে মানুষের মস্তিষ্কে কতটা স্মৃতিশক্তি আছে তা বের করা বেশ কঠিন বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। এই নিয়ে অনেক গবেষণা হলেও এর সঠিক উত্তর পাওয়া যায়নি।