মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:২৯:০৮

অবাক করা দামে নিলামে শচীনের জার্সি

অবাক করা দামে নিলামে শচীনের জার্সি

এক্সক্লুসিভ ডেস্ক : দীর্ঘ ক্যারিয়ারে ইতিহাস গড়ে আপাতত অবসর জীবনে ক্রিকেট ঈশ্বর।  বাইশ গজ থেকে বিজ্ঞাপনের দুনিয়া, ক্রিকেট জীবনে তার দর কোনো দিনও নিম্নগামী হয়নি।  

অবসর নেয়ার পরও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তিনি।  জনপ্রিয়তায় এখনো তিনি ক্রিকেট-আকাশে সবচেয়ে উজ্জ্বল তারকা।  তারই প্রমাণ মিলল নিলামে।  নিলামে অবাক করা দাম উঠে তার একটি জার্সির।  দাম উঠেছে ৬ লাখ টাকা।

শচীন তেন্ডুলকার ২০১৩ সালের নভেম্বরে মুম্বাইয়ে জীবনের ২০০তম টেস্ট ম্যাচটি খেলেছিলেন।  ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওটাই ছিল তার জীবনের শেষ টেস্ট ম্যাচ।  আন্তর্জাতিক ক্যারিয়ারেরও ইতি টানেন ওই ম্যাচে।

শচীনের জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচের জার্সির নিলামের ব্যবস্থা করে ক্রিস্টি।  যোধপুরের উমেদ ভবন প্যালেসে একটি চোখ ধাঁধানো অনুষ্ঠানে নিলামে তোলা হয় শচীনের জার্সি।  দাম চড়তে চড়তে শেষ পর্যন্ত ৬ লাখে থামে।  শচীনের জার্সি ছাড়াও বহু দুর্মুল্য সামগ্রীর নিলাম হয়।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে