শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ০২:৪৭:২০

মহাকাশে যাওয়া প্রথম প্রাণী কোনটি?

মহাকাশে যাওয়া প্রথম প্রাণী কোনটি?

এক্সক্লুসিভ ডেস্ক : ইন্টারভিউ চলাকালীন প্রার্থীদের কখনো কখনো এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই ঘাবড়ে যান আবার কেউ কেউ বিভ্রান্ত হয়ে পড়েন। 

তবে এই ধরনের প্রশ্ন করার উদ্দেশ্য হলো ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি কতটা ভালো তা যাচাইয়ের জন্য। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, দেখে নিন…

১) প্রশ্নঃ পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে কোন জিনিসটি পাওয়া যায়?
উত্তরঃ পৃথিবীতে সর্বাধিক পরিমাণে অক্সিজেন (Oxygen) পাওয়া যায়।

২) প্রশ্নঃ ভারতের সবচেয়ে প্রশস্ততম নদী কোনটি?
উত্তরঃ ব্রহ্মপুত্র (Brahmaputra) ভারতে সবচেয়ে প্রশস্ততম নদী। মানসরোবর হ্রদের কাছে কৈলাস রেঞ্জের চেমায়ুংডুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি।

৩) প্রশ্নঃ মহাকাশে যাওয়া প্রথম প্রাণী কোনটি?
উত্তরঃ মহাকাশে যাওয়া প্রথম প্রাণী হল একটি কুকুর, যার নাম ছিল লাইকা (Laika)।

৪) প্রশ্নঃ কোন পাখিটিকে স্পর্শ করার সাথে সাথেই মারা যায়?
উত্তরঃ টিটোনি (Titoni) নামক একটি পাখি রয়েছে, যেটি মানুষের স্পর্শ পেলেই মারা যায়।

৫) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় ফুল কোনটি?
উত্তরঃ পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম রাফলেশিয়া আর্নল্ডি (Rafflesia Arnoldi) । এর ওজন হয় প্রায় ছয় থেকে ৭ কিলো। এই ফুল ফুটলে পচা মাংস এর ন্যায় গন্ধ বের হয়। ইন্দোনেশিয়া, মালেশিয়া, সুমাত্রাতে এই ফুল পাওয়া যায়।

৬) প্রশ্নঃ কোন দেশে জেল থেকে পালিয়ে গেলে আর শাস্তি হয় না?
উত্তরঃ জার্মানিই (Germany) একমাত্র দেশ, যেখানে কোন অপরাধী জেল থেকে পালিয়ে গেলে তার আর সাজা হয় না।

৭) প্রশ্নঃ ভগবান শ্রী রামের বোনের নাম কী ছিল?
উত্তরঃ ভগবান শ্রী রামের বোনের নাম ছিল শান্তা দেবী (Shanta Devi)।

৮) প্রশ্নঃ কোন খাদ্যদ্রব্য যা হাজার বছর পরেও নষ্ট হয় না?
উত্তরঃ মধু যদি সঠিকভাবে রাখা হয় এটি হাজার হাজার বছর পরেও নষ্ট হবে না।

৯) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে সাধারণ মানুষের ব্যক্তিগত গাড়ি রাখার অধিকার নেই?
উত্তরঃ উত্তর কোরিয়া (North Korea), এ দেশের নিয়ম অনুসারে শুধুমাত্র সরকারি কর্মচারীবৃন্দরাই গাড়ি রাখতে পারেন।

১০) প্রশ্নঃ বলুন তো মেয়েদের কোন জিনিসটা ধুলেও পরিষ্কার হয় না?
উত্তরঃ মন। আসলে যেসব মেয়ের মন সন্দেহে ভরপুর ও কুৎসিত, তাদের মন কখনো পরিষ্কার হয় না। (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে