বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:২৩:৪০

সেই টাইটানিকের আদলে তৈরি হলো ‘টাইটানিক ‍টু’, শিগগিরি ভাসবে মহাসাগরে

সেই টাইটানিকের আদলে তৈরি হলো ‘টাইটানিক ‍টু’, শিগগিরি ভাসবে মহাসাগরে

এক্সক্লুসিভ ডেস্ক: পৃথিবীর বৃহত্তম জাহাজ টাইটানিক ১৯১১ সালে আটলান্টিক মহাসাগরে সলিল সমাধি ঘটেছিল। সেই জাহাজের সলিল হওয়ার ঘটনার পর কেটে গেছে ১০৫টি বছর।

তবে এতোদিন পর হলেও আবার মহাসাগরে ভাসতে যাচ্ছে ‘টাইটানিক টু’ নামের সেই টাইটানিক জাহাজের আদলে তৈরি একটি জাহাজ। টাইটানিক টু-য়ের মালিক অস্ট্রেলিয়ার ধনকুবের ব্যবসায়ী ও রাজনীতিবিদ ক্লাইভ পালম সম্প্রতি ওই নতুন এই জাহাজটির ছবি তুলে তা পোষ্ট করেছেন। খবর জি-নিউজ।

১৯৯৭ সালে তৈরি হওয়া জেমস ক্যামেরনের ক্লাসিক সিনেমা টাইটানিকে ঠিক যেমনভাবে জাহাজটিকে দেখানো হয়েছিল, একদম সেই ঢঙেই তৈরি হয়েছে পালমেরের টাইটানিক টু।

‘টাইটানিক টু’ জাহাজে থাকছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণি। ঠিক যেমনটা দেখানো হয়েছিল সিনেমায়। টাইটানিকের মতো একই ওজন, উচ্চতা, লম্বা মাপেরই হচ্ছে ক্লাইভের জাহাজ। থাকছে ঠিক ৯টা ডেক। শুধু চওড়ায় ১৩ ফুট বিস্তীর্ণ হচ্ছে টাইটানিক টু। ৮৪০টি কেবিনে তিনটি শ্রেণিতে যাতায়াত করতে পারবেন ২,৪৩৫ জন যাত্রী ও ৯০০ জন জাহাজ কর্মী।
১১ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে