মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩৪:৪২

বউ-শাশুড়ির মেলা!

বউ-শাশুড়ির মেলা!

লালমনিরহাট : কত মেলারই না আয়োজন হয়ে থাকে।  তবে এ মেলাটি একটু ব্যতিক্রম, যা সবার দৃষ্টি কেড়েছে।  এ মেলার নাম বউ-শাশুড়ির মেলা।
জেলাবাসীর কাছে অন্যান্য দিনের চেয়ে এ দিনটি যেনো অন্যরকম।

সকাল থেকেই বউ-শাশুড়িরা ছুটে আসতে থাকে জেলার কালীগঞ্জ উপজেলার ২নং মদাতি ইউনিয়ন পরিষদ চত্বরে।  মেলায় আসতে থাকে উৎসুক জনতা।

এর আগে এ মেলা নিয়ে এলাকাবাসীর ভেতর ছিল সাজ সাজ রব।  রাস্তায় রাস্তায় মাইকিংও করা হয়।  পোস্টারে ছেয়ে যায় বাড়িঘর আর অফিসগুলোর দেয়াল।  

মেলায় স্টল ছিল।  ভিড় ছিল দর্শনার্থীদের।  কিন্তু ছিল না কোনো বেচাকেনা। তবু এ মেলা ঘিরে সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্তÍ বউ-শাশুড়িদের সমাগম ঘটতে থাকে মেলায়।  পাশাপাশি দূর-দূরান্ত থেকে ছুটে আসে নানা পেশাজীবী এবং স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা।  মেলায় গর্ভবতী বউ-শাশুড়িদের রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয় সনদপত্র।

স্বাস্থ্যসেবাকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও টিকাদান কেন্দ্রসহ বিভিন্ন স্টল ছিল দর্শনীয়।  মেলার স্টলগুলোতে নিয়োজিত ছিল সংশ্লিষ্ট কর্মী, উদ্যোক্তা, সিএসবিএ ও চিকিৎসক।

মেলাটির আয়োজন করা হয় প্ল্যান ইন্টারন্যাশনালের আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত এইচআর এইচ প্রকল্পের অধীনে।  মেলার উদ্দেশ্য ছিল, উপজেলার ৯টি ওয়ার্ডের বউ-শাশুড়ির মধ্যে নিরাপদ প্রসব ও সচেতনতা বাড়ানো।

মেলার সভাপতিত্ব করেন মদাতি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ন্ডমায়ন কবীর।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. কাসেম আলী, গোলাম নবী চৌধুরী প্রমুখ।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে