এক্সক্লুসিভ ডেস্ক : মেট্রোরেলে ওঠার সময় হঠাৎ দরজা বন্ধ হয়ে সিকিউরিটি দরজার মধ্যে আটকা পড়লে আতঙ্কিত হওয়ার কিছু নেই। খুব সহজেই সিকিউরিটি দরজা খুলে প্ল্যাটফর্মে আসতে পারবেন।
সম্প্রতি মেট্রোরেলে এ জাতীয় ঘটনাও ঘটেছে। দেখা গেছে, ভিড়ের মধ্যে মেট্রোতে যাত্রী উঠতে গিয়ে উঠতে পারেননি। মেট্রোর দরজা ও প্ল্যাটফর্মের সিকিউরিটি দরজা বন্ধ হয়ে গেছে। এতে ওই যাত্রী দুই দরজার মাঝখানে আটকা পড়ে গেছেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বলছে, মেট্রোস্টেশনের প্ল্যাটফর্মের সিকিউরিটি দরজার ওই পাশে আটকা পড়লে খুব সহজেই দরজা খুলে যাত্রীরা প্ল্যাটফর্মে আসতে পারবেন। এজন্য প্রতিটি দরজার দুই পাশে দুটি ‘ইমার্জেন্সি পিন’ আছে। পিনের নিচে স্টিকারও লাগানো আছে। সেখানে লেখা আছে, ‘জরুরি প্রয়োজনে পিনটি টিপে ধরুন এবং দরজা খুলে প্ল্যাটফর্মে যান।’