সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ০২:৫৬:২৮

আপনি কী ‘টাইট জিন্স’ পরেন? যে সর্বনাশ করছেন

আপনি কী ‘টাইট জিন্স’ পরেন? যে সর্বনাশ করছেন

এক্সক্লুসিভ ডেস্ক : ফ্যাশন হালের পালা বদলে ছেলে-মেয়ে উভয়েরই পছন্দ জিন্স প্যান্ট। এটি পরতেও রয়েছে বৈচিত্র্য চিন্তা। যেমন, টাইট জিন্স এখন স্টাইল ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। 

বিশেষ করে মেয়েরা টাইট জিন্স পরতে বেশ পছন্দ করেন। এতে দেখতে ভালো লাগলেও আখেরে নিজের শরীরের সর্বনাশ ডেকে আনছেন তারা। টাইট জিন্স পরার কারণে বিভিন্ন শারীরিক সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রকট।

জরায়ু সংক্রমণ
টাইট জিন্স পরলে কম বয়সেই অনেক তরুণীর জরায়ু সংক্রমণ হতে পারে। তরুণীরা প্রাথমিক পর্যায়ে এই সংক্রমণ নিয়ে বিশেষ সচেতন হন না। সময়মতো এই জরায়ু সংক্রমণের চিকিৎসা যদি না করা হয়, তাহলে পরবর্তীতে মা হতে বেশ সমস্যায় পড়তে পারতে হতে পারে। এই কারণে ঢিলেঢালা জিন্স পরাই ভালো।

এছাড়া টাইট জিন্স পরলে হতে পারে কোমরে ব্যথা। টাইট জিন্স পরার কারণে হিপ জয়েন্ট এবং মেরুদণ্ডে নেতিবাচক প্রভাব পড়ে। এর জেরে শুরু হয় তীব্র ব্যথা। অনেকেই একে সাধারণ ব্যথা বলে এড়িয়ে যান। তারা বুঝেই উঠতে পারেন না যে জিন্সের কারণে এই সমস্যা হচ্ছে তাদের।

ত্বকে চুলকানি
দীর্ঘ সময় ধরে টাইট জিন্স পরে থাকলে ত্বকে তীব্র চুলকানি ও জ্বালাপোড়ার সমস্যা হতে পারে। টাইট জিন্সের কারণে ঘাম হয়। আর সেই ঘাম শুকোয় না। এই কারণে ত্বকে শুরু হয় তীব্র চুলকানি ও জ্বালাপোড়ার সমস্যা।

পেশীর দুর্বলতা
টাইট জিন্স পরার কারণে ধীরে ধীরে তলপেটের ও কোমরের পেশী দুর্বল হয়ে পড়ে। এই ধরণের জিন্স শরীরের সঙ্গে বেশ চেপে বসে। এর জেরে হাড় এবং জয়েন্টগুলোর নড়াচড়ায় সমস্যা হয়। এর জেরে শুরু হয় পিঠ ও কোমর ব্যথা হয়। পায়ের ব্যথাও হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে