মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ০৪:১১:২১

মেয়েরা টাকা না নিয়ে যে জিনিসটা দেয় না সেটা কি?

মেয়েরা টাকা না নিয়ে যে জিনিসটা দেয় না সেটা কি?

এক্সক্লুসিভ ডেস্ক : বিভিন্ন জাতীয় চাকরির ইন্টারভিউতে এমন ভাবে প্রশ্ন ঘুরিয়ে করা হয় যাতে প্রার্থীরাও অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়েন। বিগত কয়েক বছরে এমনই কিছু প্রশ্ন করা হয়েছিল। এবার উত্তর সহ দেখে নেওয়া যাক…

১) প্রশ্ন: রেলওয়েতে W/L বোর্ডের অর্থ কী?
উত্তর: রেলওয়ের যেখানে W/L বোর্ড লাগানো থাকে সেখানে ড্রাইভারকে হর্ন বাজাতে হয়।

২) প্রশ্ন: মেয়েরা টাকা না নিয়ে যে জিনিসটা দেয় না সেটা কি?
উত্তর: বিয়ের দিন বরের জুতো। বিশেষ করে কনের বান্ধবী বা বোনেরা এটি করে থাকে।

৩) প্রশ্ন: কোন প্রাণী জলে বসবাস করলেও জল পান করে না?
উত্তর: ব্যাঙ জলে বসবাস করলেও জল পান করে না।

৪) প্রশ্ন: কোন প্রাণী জন্মের দুই মাস পর্যন্ত ঘুমায়?
উত্তর: ভাল্লুক জন্মের পর দুমাস ঘুমিয়ে কাটায়।

৫) প্রশ্ন: জিভ দিয়ে নয়, পা দিয়ে সবকিছুর স্বাদ নেয় এমন কোন প্রাণী?
উত্তর: প্রজাপতি।

৬) প্রশ্ন: ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?
উত্তর: মুম্বাই, যাকে ভারতের মূলধনের রাজধানীও বলে।

৭) প্রশ্ন: যা সাগরে বাস করে এবং আপনার ঘরে বাস করে, এমন কি সেই জিনিস?
উত্তর: লবণ।

৮) প্রশ্ন: ট্রেনের টিকিটে WL এর অর্থ কি?
উত্তর: ওয়েটিং লিস্ট বা অপেক্ষার তালিকা।

৯) প্রশ্ন: মেয়েরা যে জিনিসটা দেখায় আর ছেলেরা লুকিয়ে রাখে সেটা কি?
উত্তর: মানিব্যাগ। আসলে মেয়েরা মানিব্যাগ হাতে রাখে আর ছেলেরা পকেটে ভরে।

১০) প্রশ্ন: এমন একটি জিনিসের নাম বলো, যার ছায়া নেই?
উত্তর: রাস্তা।

১১) প্রশ্ন: ভারতবর্ষের কোন রাজ্যে একটি রেলস্টেশন নেই?
উত্তর: সিকিম হলো মাত্র রাজ্য যেটি রেল নেটওয়ার্কের সাথে যুক্ত নয়।

১২) প্রশ্ন: মানুষের চোখকে ক্যামেরা হিসেবে দেখলে তার মেগাপিক্সেল কত হবে?
উত্তর: মানুষের চোখ ৫৭৬ মেগাপিক্সেল।

১৩) প্রশ্ন: বিশ্বের কোন প্রাণীটি লাফাতে অক্ষম?
উত্তর: হাতি কখন লাফাতে পারে না, তার শরীরের ওজনের কারণে।

১৪) প্রশ্ন: সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি?
উত্তর: ফ্যাদোমিটার।

১৫) প্রশ্ন: মহিলাদের কোন অঙ্গটি প্রতি দুই মাস অন্তর পরিবর্তন হয়?
উত্তর: এর উত্তর হলো ভ্রু। আসলে প্রার্থীকে বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে