মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৪৫:০৬

দশ বছরের মধ্যেই দেখা মিলবে ভিনগ্রহীদের!

দশ বছরের মধ্যেই দেখা মিলবে ভিনগ্রহীদের!

এক্সক্লুসিভ ডেস্ক: ভিনগ্রহে জীব, কেমন দেখতে? পৃথিবীর খোঁজ কি তারা পেয়েছে? তারা কি মানুষের থেকেও শক্তিশালী? ভিনগ্রহী নিয়ে এহেন নানা কৌতুহল বছরের পর বছর ধরে ঘুরপাক খাচ্ছে আমাদের মনে। তৈরি হয়েছে নানা গল্প থেকে হলিউড ও বলিউডে সিনেমা। তবে সব কিছুই কল্পবিজ্ঞানের পাতাতেই সীমাবদ্ধ। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আগামী ১০ বছরের মধ্যেই 'Alien'-এর অস্তিত্ব সম্পর্কে জেনে যাবে পৃথিবীবাসী। এমনই দাবি করছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা।

নাসা জানিয়েছে, গবেষণা যে ভাবে এগোচ্ছে ২০২৫ সালের মধ্যেই ভিনগ্রহীদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। নাসার প্রধান বিজ্ঞানী এলেন স্টোফানের কথায়, 'আমাদের দৃঢ় বিশ্বাস, আগামী এক দশকের মধ্যেই ভিনগ্রহে প্রাণের সন্ধান পেয়ে যাব। ২০-৩০ বছরের মধ্যে ভিনগ্রহীদের প্রমাণও বিশ্বকে দেখাতে পারব।'

ভিনগ্রহীদের বিষয়ে অনেক বছর ধরেই খোঁজ চালিয়ে যাচ্ছে নাসা। গবেষণা কেন্দ্রের কয়েকজন মহাকাশচারীও দাবি করেছেন, তারা ভিনগ্রহীদের দেখা পেয়েছেন। কিন্তু সেই সব দাবি এতকাল উড়িয়েই দিয়েছে নাসা। তবে এবার রহস্য উদ্ঘাটনে যথেষ্ট আশাবাদী মহাকাশ বিজ্ঞানীরা।

স্টোফান জানান, 'আমরা জানি কোথায় খোঁজ করতে হবে। কী ভাবে খোঁজ করতে হবে। আমাদের কাছে সেই প্রযুক্তিও রয়েছে। খুব শীঘ্রই সাফল্য মিলবে। ভিনগ্রহীদের খোঁজে আমরা ঠিক পথেই এগোচ্ছি।'
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে