এক্সক্লুসিভ ডেস্ক : সরকারি হোক বা বেসরকারি যেকোনো ধরনের চাকরির ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্ন গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কারণ এটি এমন একটি বিষয় যার কোন নির্দিষ্ট সীমা নেই।
যারা মেধাবী ছাত্রছাত্রী তারা নিয়মিত সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে এবং তারাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাজিমাত করে। এই প্রতিবেদনে তেমন কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।
১) প্রশ্নঃ সকালে উঠে কোন রং দেখলে চোখ ভালো থাকে?
উত্তরঃ সবুজ রং।
২) প্রশ্নঃ একজন মানুষের সারা জীবনের অক্সিজেনের যোগান দেওয়ার জন্য কতগুলি গাছের দরকার?
উত্তরঃ ৭-৮টি।
৩) প্রশ্নঃ ছেলেরা তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কার কাছ থেকে পায়?
উত্তরঃ মায়ের কাছ থেকে।
৪) প্রশ্নঃ আলালের ঘরের দুলাল কথাটির মানে কী?
উত্তরঃ অতি আদরের বড়লোকের ছেলে বা বড়লোকের বিগড়ে যাওয়া সন্তান।
৫) প্রশ্নঃ গণিত দেখে মানুষের ভয় পাওয়া কে কী বলা হয়?
উত্তরঃ ম্যাথফোবিয়া।
৬) প্রশ্নঃ বিমানের জানালাগুলি গোল হয় কেন?
উত্তরঃ কারণ অন্য আকৃতি থেকে গোল আকৃতির জানালা বাতাসের চাপ বেশি সহ্য করতে পারে এবং ভেঙে যাওয়া সম্ভাবনা খুবই কম থাকে।
৭) প্রশ্নঃ প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল কোন দেশ?
উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুবারই বিশ্বকাপ জয় লাভ করে (১৯৭৫ ও ১৯৭৯ সাল)।
৮) প্রশ্নঃ কোন মহাদেশে একটিও দেশ নেই?
উত্তরঃ আন্টার্টিকা মহাদেশে একটিও দেশ নেই।
৯) প্রশ্নঃ কোন নদীর তীরে পলাশীর যুদ্ধ হয়েছিল?
উত্তরঃ ভাগীরথী নদীর তীরে।
১০) প্রশ্নঃ যারা মিষ্টি তৈরি করে তাদেরকে কী বলা হয়?
উত্তরঃ ময়রা।
১১) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি প্লাস্টিক সার্জারি হয়?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া।
১২) প্রশ্নঃ একটা পেন্সিল দিয়ে কতটা লম্বা লাইন টানা যাবে?
উত্তরঃ ৩৫ মাইল।
১৩) প্রশ্নঃ কোন দেশের রাষ্ট্রপতি প্রতিবছর পরিবর্তন হয়?
উত্তরঃ সুইজারল্যান্ড।
১৪) প্রশ্নঃ পৃথিবীর বাইরে মহাকাশে বলা প্রথম ভাষা কোনটি?
উত্তরঃ রাশিয়ান ভাষা।
১৫) প্রশ্নঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শিক্ষাগত যোগ্যতা কতদূর?
উত্তরঃ ১৯৭০ সালে মমতা ব্যানার্জি দেশবন্ধু শিশু শিক্ষালয় থেকে উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা শেষ করেন। তিনি যোগমায়া দেবী কলেজ থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপরে শ্রী শিক্ষায়তন কলেজ থেকে শিক্ষায় ডিগ্রী এবং কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ থেকে আইন ডিগ্রী লাভ করেন। (সূত্র: উইকিপিডিয়া ইংলিশ)।