মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫০:০৩

চোখের ইশারায় ঘুরবে হেড লাইট!

চোখের ইশারায় ঘুরবে হেড লাইট!

এক্সক্লুসিভ ডেস্ক : প্রযুক্তির বিশ্বে রোজ কিছু না কিছু ঘটছে। ডেভেলপাররা রাতের পর রাত খেটে চলেছে নতুন সৃষ্টির নেশায়। কিছুদিন আগেই চালকবিহীন গাড়ি তৈরির পথে কয়েক ধাপ এগিয়েছিল ডেভেলপাররা।

এবার হেড ল্যাম্প প্রযুক্তিরকে নয়া উচ্চতায় নিয়ে গেলেন তাঁরা। ইউরোপের জেনারেল মোটরস নামক একটি সংস্থা গাড়ির জন্য এমন একটি হেড ল্যাম্প তৈরি করছেন যা চলবে চালকের চোখের ইশারায়। জেনারেল মোটরস ও ওপেল নামক সংস্থার  যৌথ উদ্যোগে এই নয়া প্রযুক্তির হেড ল্যাম্প তৈরি  করা হচ্ছে বলে জানা গিয়েছে।

সংস্থার  তরফে  জানানো হয়েছে, গাড়ির চালকের আসনের সামনেই থাকবে একটি ক্যামেরা। যা চালকের চোখ ও নাকের মুভমেন্টের উপক নজর রাখবে। চালকের  নাক বা চোখের মুভমেন্ট হলেই সেনসারের মাধ্যমে তা বার্তা পাঠাবে হেডল্যাম্পে।বার্তা পেলেই হেড ল্যাম্পও  দিক পরিবর্তন  করবে।

তবে সংস্থার তরফে জানানো হয়েছে, নয়া প্রযুক্তির হেড ল্যাম্পটি এখনই বাজারে আনা হচ্ছে না। বছর দুই পরে নয়া হেডলাইটকে বাজারে আনা হবে।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে