এক্সক্লুসিভ ডেস্ক : আজ বিশ্ব চড়ুই দিবস৷ লাভ ডে, কিস ডে, চকলেট ডেসহ নানান দিন হৈ চৈ করে পালিত হলেও এ দিনটি একটু অন্য রকম৷ উৎসাহ -উদ্দীপনা চোখে পড়ার মতো নয়৷
তাই চড়ুই পাখির অস্তিত্বও আজ বিপন্ন৷ একসময় ঘরের কোনে, উঠানে, বারান্দায় কিচিরমিচির শব্দে ঘোরাঘুরি করতে সারাক্ষণ৷ কিন্তু আধুনিকতার চাকচিক্য মৃত্যুর খাড়া হিসেবে নেমে এসেছে চড়ুই পাখির ওপর৷
বিশেষজ্ঞদের মতে, শহরের আকাশে গগন চুম্বই মোবাইল টাওয়ারগুলোও চড়ুই পাখি বিলুপ্তির কারণ৷ বিপন্নতার হাত থেকে চড়ুই পাখিকে রক্ষা করতেই চড়ুই দিবসের আগমন৷
চড়ুই পাখি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ও এদের বিলুপ্তি রুখতে যৌথ উদ্যোগ নেয় নেচার ফরএভার সোসাইটি অফ ইন্ডিয়া ও ফ্রান্সের ইকো-সিস অ্যাকশন ফাউন্ডেশন।
পাশাপাশি উদ্যোগ নেয় বিশ্বের বেশ কয়েকটি পরিবেশ সংস্থা৷ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজও করে চলেছে এ সংস্থটি৷ সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন চড়ুই পাখির দুরবস্থার অবসান ঘটবে বলে মনে করে সংস্থাটি৷
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/