এক্সক্লুসিভ ডেস্ক : মারা গেছেন প্রায় ২৮ বছর আগে, কিন্তু আজও তাঁর ভবিষ্যদ্বাণী কার্যকর হচ্ছে দাবি করা হয় গণমাধ্যমের খবরে। রহস্যজনক এই নারীর নাম বাবা ভাঙ্গা। তিনি বুলগেরিয়ার নাগরিক।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, বাবা ভাঙ্গা ‘টুইন টাওয়ার’ ধ্বংস হয়ে যাওয়ার অনেক আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। পরে কাকতালীয়ভাবে তা মিলে যায় বলে দাবি করা হয়।
২০২৪ সাল নিয়েও বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা। এই ভবিষ্যদ্বাণীগুলো হলো–
১. ২০২৪ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যাচেষ্টা করতে পারেন তাঁর এক সহকর্মী।
২. এ বছর বায়োলজিক্যাল লড়াই ঘটতে পারে পৃথিবীতে ৷ সেইসঙ্গে ইউরোপে বাড়তে পারে সন্ত্রাসী হামলা।
৩. বাবা ভাঙ্গার আরেকটি ভবিষ্যদ্বাণীর হলো–২০২৪ সালে বিশাল অর্থনৈতিক সংকট দেখা দেবে, যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলবে।
৪. ২০২৪ সালে জলবায়ু পরিবর্তনেরও ভবিষ্যদ্বাণী করেন বাবা ভাঙ্গা।
৫. বাবা ভাঙ্গা বলেছেন, ২০২৪ সালে সাইবার হামলা বাড়বে। হ্যাকাররা আধুনিক প্রযুক্তি দিয়ে পাওয়ার গ্রিড এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোকে টার্গেট করবে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
৬. বাবা বলেছিলেন যে, ২০২৪ সালে আলঝাইমার এবং ক্যানসারসহ দুরারোগ্য রোগের জন্য নতুন চিকিৎসা ব্যবস্থা আসবে।
৭. ২০২৪ সালে কোয়ান্টাম কম্পিউটিংয়েও যুগান্তরকারী সফলতা আসতে পারে বলেও ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা।
পৃথিবী কবে ধ্বংস হবে তা নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা। তাঁর মতে, ৫ হাজার ৭৯ সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
তবে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে কড়া সমালোচনা করেছেন। এ নিয়ে বিতর্কও আছে অনেক। কেউ বলেছেন, এসব ভিত্তিহীন। কেউ কখনও ভবিষ্যৎ বলতে পারে না। আরেকজন লিখেছেন, বাবা ভাঙ্গার কি হতাশা আর সর্বনাশ ছাড়া আর কোনো ভবিষ্যদ্বাণী নেই!