বৃহস্পতিবার, ০৪ এপ্রিল, ২০২৪, ০৬:২৬:৫২

কমোড ব্যবহারের সঠিক নিয়ম জানুন

কমোড ব্যবহারের সঠিক নিয়ম জানুন

এক্সক্লুসিভ ডেস্ক : দৈনন্দিন জীবনে কিন্তু অত্যন্ত ব্যবহার্য একটি জিনিস হল টয়লেট। কমবেশি প্রত্যেক বাড়িতেই আজকাল কিন্তু ইংরেজি কমোড তৈরি হয়ে গিয়েছে। এই কমোড ব্যবহার করেন কিন্তু সঠিক পদ্ধতি রয়েছে। 

আমরা কখনো কারোর বাড়িতে ঘুরতে গেলে বা অনেক হাসপাতালে গেলে কিন্তু এই কমোড দেখতে পাই। বেশিরভাগ ক্ষেত্রেই কি হয় আমরা যেহেতু এই কমোড ব্যবহার করা জানি না তাই বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়।

তাই কিভাবে ইংলিশ টয়লেট ব্যবহার করা যেতে পারে সেই নিয়ে বিস্তারিত আলোচনা। যারা এই টয়লেট ব্যবহার করতে জানেন না তাদের কিন্তু একেবারেই লজ্জা পাওয়ার কিছু নেই। আপনারা অবশ্যই আমাদের এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। নিঃসন্দেহে এটি আপনাদের অত্যন্ত কাজে আসতে চলেছে।

ইংলিশ কমোড ব্যবহার করার বিশেষ কিছু পদ্ধতি—

১) কমোডের রিং কভার নামিয়ে চেয়ারের মতো বসুন। কখনোও কমোডের উপর উঠে বসবেন না। কারণ কমোড ভেঙ্গে যে কোন সময় আপনি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।

২) ব্যবহারের পর কমোডের ঠিক উপরের অংশে দেখবেন একটি বাটন রয়েছে এটি ফ্লাশ বাটন। অবশ্যই এটি ব্যবহার করে ফ্ল্যাশ করে দিতে ভুলবেন না।

৩) কমোড ব্যবহারের পর সিট রিং কভার উঠিয়ে রাখতে অবশ্যই ভুলবেন না। যদি ভেজা থাকে তাহলে এটিকে টিসু পেপার দিয়ে মুছে নিতে পারেন।

৪) অনেক ইংলিশ টয়লেটে কিন্তু হ্যান্ড শাওয়ার ব্যবহার করা হয়ে থাকে। অবশ্যই আপনারা সেটি ব্যবহার করতে ভুলবেন না।হ্যান্ড শাওয়ার এর ব্যবস্থা না থাকলে কিন্তু আপনাদেরকে কল ব্যবহার করতে হবে।

৫) সব কাজ শেষ হওয়ার পর হাই কমোডের ছিদ্রযুক্ত ঢাকনাটি পরিষ্কার করুন। কারণ আপনার পরে যিনি টয়লেট ব্যবহার করবেন তিনি যেন স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন।

উপরিউক্ত কয়েকটি বিষয় খেয়াল রাখলেই কিন্তু আপনারা কখনোই ইংলিশ টয়লেট ব্যবহার করার সময় অসুবিধার সম্মুখীন হবেন না একথা স্পষ্ট। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে