এক্সক্লুসিভ ডেস্ক : প্রতিবাদের ভাষা কত রকমেরই না হয় । কিন্তু কখনও শুনেছেন প্রকাশ্যে মল ত্যাগ করে প্রতিবাদ করতে । বাস্তবে প্রতিবাদে নয়া মাত্রা যোগ করলেন ঝাড়খণ্ডের আদিবাসীরা। সরকারি দপ্তরের সামনে পরিকল্পিত মলত্যাগ করে জমি অধিগ্রহণ আইনের বিরোধিতা করেন তাঁরা।
সোনিয়াগান্ধী , মমতা বন্দ্যোপাধ্যায়, মুলায়ম সিং যাদব, প্রকাশ কারাট, নীতীশ কুমার অথবা নবীন পট্টনায়ক যেখানে ব্যর্থ, সেখানে। নরেন্দ্র মোদী সরকারের সদ্য পেশ করা জমি অধিগ্রহণ আইনের খসড়ার প্রতিবাদ করতে গিয়ে এমন অভিনব কৌশল।
রবিবার লাতেহারের বারওয়াডিহ ব্লক অফিসের সামনে প্রতিবাদের ঐতিহাসিক অধ্যায় রচনা করলেন ৬০ জন আদিবাসী। জমি অধিগ্রহণ আইনের প্রস্তাবিত সংশোধনী তালিকার উপর মলত্যাগ করে তাঁরা কেন্দ্রীয় প্রকল্পের বিরোধিতা করেন।
কিন্তু এত উপায় থাকতে প্রকাশ্যে মলত্যাগ কেন?
প্রতিবাদীরা জানিয়েছেন, জমি অধিগ্রহণ আইনের সমুচিত প্রতিবাদ জানাতেই এই পদক্ষেপ। বড় প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে জমি মালিকের অনুমতি উপেক্ষা করার বিধির বিরোধিতা করতে আপাত-অশ্লীল পথ ইচ্ছা করেই বেছে নিয়েছেন তাঁরা। দুর্গন্ধ ছড়িয়ে সেই বার্তা প্রচার করতে চেয়েছেন স্থানীয় গ্রামবাসী।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/