মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫৫:১৪

ওয়াইফাই পাসওয়ার্ড দেখার নয়া কৌশল!

ওয়াইফাই পাসওয়ার্ড দেখার নয়া কৌশল!

এক্সক্লুসিভ ডেস্ক : ওয়াইফাই ব্যবহারের সময় পাসওয়ার্ড মনে না পড়লে উপায় কী! এক্ষেত্রে কম্পিউটার রিস্টার্ট দেয়ার চেয়ে বরং পাসওয়ার্ডটি দেখে নেয়া যেতে পারে।

এজন্য প্রথমে Control Panel-এ গিয়ে All Control Panel Items  থেকে Network and Sharing Center-এ যেতে হবে।

এরপর Change adapter settings-এ যেতে হবে। এখান থেকে Wireless network connection -এ গিয়ে মাউসে রাইট ক্লিক করে status-এ যেতে হবে।

এবার show characters বক্সে ক্লিক করলেই পাসওয়ার্ডটি দেখা যাবে। এ পদ্ধতিতে পাসওয়ার্ড জানা গেলে অকারণে ডিভাইস রিস্টার্ট দেয়া বা নতুন করে কনফিগারেশন করার প্রয়োজন হবে না।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে