এক্সক্লুসিভ ডেস্ক : ১৩০০ বছর আগের হোটেলটি এখন ও রমরমা ব্যবসা করছে । শুনতে অবাক লাগলেও ঘটনা কিন্তু সত্যি । ৪৬ প্রজন্ম ধরে এই প্রতিষ্ঠানটি চালু রাখতে সমর্থ হয়েছেন জাপানের হাউশি পরিবার। এযাবৎ অনুসন্ধানে জানা গেছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন পারিবারিক ব্যবসাটি হলো জাপানের আওয়াজু নামক গ্রাম থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরবর্তী এক পাহাড়ের কোলের এই হোটেলটি।
এই হোটেল চালু হওয়ার পেছনে রয়েছে এক চমকপ্রদ ইতিহাস। ৭১৭ সালের দিকে জেনগোরো সাসাকিরি নামক এক ব্যক্তির তত্ত্বাবধানে যাচ্ছিলেন বৌদ্ধ ধর্মের অন্যদম ধর্মগুরু তাইকো দাইশি। দীর্ঘ ভ্রমনের এক পর্যায়ে তাইকো ঘুমিয়ে যান, ঘুমের এক পর্যায়ে দেবতা হাকুসান তার স্বপ্নে আর্বিভূত হন এবং তাকে বলেন, ‘আওয়াজু গ্রাম থেকে ২৪ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে তুমি একটি উষ্ণ ঝর্ণা দেখতে পারে। ওই ঝর্ণার সদগুন সম্পর্কে গ্রামের মানুষেরা জানে না। ওই ঝর্ণাকে কেন্দ্র করে বসতি শুরু করলে ঈশ্বরের আর্শীবাদ অব্যাহত থাকবে।’ এই ঘটনার পর তাইকো ওই গ্রামের দিকে এগিয়ে যান এবং তার অনুসারী গারিও হাউসিকে আদেশ দেন একটি হোটেল খোলার জন্য।
৯৯০ সালে জাপানের দশম রাজা জেনগোরো আওয়াজু গ্রাম সংলগ্ন জেনইয়াজি মন্দির পরিদর্শনে যান। সেখানে যাওয়ার পর সেই ঝর্ণায় পূণ্যস্নান করেন তিনি। সেসময় জেনগোরো ও মিনামোতো গোষ্ঠির মধ্যে বেশ সংঘর্ষ চলছিল। বলা হয় ওই ঝর্ণায় স্নান করার ফলেই সেই যুদ্ধে জিতে গিয়েছিলেন জেনগোরো গোষ্ঠি।
অবশ্য রাজ পরিবারের সাথে নিয়মকানুন সংক্রান্ত বিষয়াদি নিয়ে মতাদর্শিক দ্বন্দ্বের কারণে কিছুটা ঝামেলার মধ্যে আটকে যায় হাউসি পরিবারের ব্যবসা। তবুও খুব কঠোর নিয়ম কানুনের মধ্য দিয়ে চলতে থাকে হোটেলটি। সর্বশেষ ১৯৯৪ সালে হাউসি পরিবার গিনেস বুক অব রেকর্ডের সহায়তায় পুনরায় জাকজমকের সহিত পুনরায় ব্যবসা চালু করেন। এখনও হাউসি রোইকান হোটেলটি তাদের প্রাচীন নিয়ম নীতি মেনেই ব্যবসা চালিয়ে যাচ্ছে। মুনাফার চেয়ে মানুষের সেবার জন্যই বিখ্যাত এই প্রতিষ্ঠানটি।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/