মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫৮:০০

পেট্রোলচালিত স্বয়ংক্রিয় উড়ন্ত গাড়ি!

পেট্রোলচালিত স্বয়ংক্রিয় উড়ন্ত গাড়ি!

এক্সক্লুসিভ ডেস্ক : যানযট আর রাজপথে থাকছে না । যানজট এড়াতে  এবার গাড়ি আকাশ পথে  উড়াল দিবে ।এতদিন এটি বৈজ্ঞানিক কল্পকাহিনীর বিষয় ছিল। এবার গবেষকরা জানাচ্ছেন, কল্পনাকে সত্যি করে বাস্তবেই ডানাধারী স্বয়ংক্রিয় গাড়ির দেখা মিলবে। পেট্রোলচালিত এ গাড়ি একনাগাড়ে ৪৩০ মাইল পথ পাড়ি দিতে পারবে। স্লোভাকিয়ার একটি কোম্পানি অ্যারোমোবিল নামের গাড়িটি নিয়ে কাজ করছে।

সবচেয়ে মজার ব্যাপার পেট্রোলচালিত এই  গাড়ির   জ্বালানী  হাতের কাছের  যে কোন পেট্রোল পাম্প  থেকে নেয়া যাবে । আশা করা হচ্ছে, ২০১৭ সালের মধ্যেই দুই সিটবিশিষ্ট ডানাওয়ালা গাড়ির চলাচল শুরু হবে।

অবশ্য এই গাড়িটি  তৈরি করতে একই সঙ্গে  কার ও প্লেনের যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। স্বাভাবিক অবস্থায় ছোট কারের মতোই এটি রাস্তায় চলাচল করবে। যানযটে পড়লে বা প্রয়োজনে  ডানা মেলে উড়াল দেবে। আর প্লেনের মতোই এটি যে কোনো বিমানবন্দরে অবতরণ করতে পারবে। ভ্রমণ শেষে ডানা দুটো ভাঁজ করে সহজেই পার্কিং করা সম্ভব হবে। কোম্পানিটি জানায়, এতে সর্বশেষ প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। যে কোনো ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহের উপযোগী করেই এর ইঞ্জিন স্থাপন করা হয়েছে। ২০১৪ সালের অক্টোবর থেকেই এর নিয়মিত পরীক্ষামূলক উড্ডয়ন চলছে। তবে উড়াল দিতে চাইলে এর চালককে পাইলট হিসেবে লাইসেন্স নিতে হবে। কোম্পানিটি একই সঙ্গে এ গাড়ির স্বয়ংক্রিয় বা স্বচালিত ভার্সন তৈরির লক্ষ্যেও কাজ করছে।

প্রতিষ্ঠানটি ১৯৯০ সাল থেকে এই ফ্লাইং কার তৈরির লক্ষ্যে  কাজ করে যাচ্ছে । অ্যারোমোবিলের সহপ্রতিষ্ঠাতা জুরাজ ভাকুুলিক বলেন, প্রতিনিয়ত এগিয়ে চলা পৃথিবীতে নতুন ধরনের এ উদ্ভাবন সহজেই জায়গা করে নেবে ।

ইতিমধ্যে এ গাড়ির ডিজাইন ও প্রকৌশল ব্যবস্থা নিয়ে বিশেষজ্ঞদের ইতিবাচক মতামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এই    গাড়িটি  মানুষের মধ্যে বিপুল সাড়া জাগাবে। খবর : মেইল অনলাইন।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে