সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ১২:১৬:১০

বলুন তো ছবিতে কতটি ফুটবল আছে?

বলুন তো ছবিতে কতটি ফুটবল আছে?

এক্সক্লুসিভ ডেস্ক : অপটিক্যাল ইলিউশন শৈশবের কথা মনে করিয়ে দেয়। কিছু ছবি আছে যা এক ঝলক দেখলে তাদের রহস্য সমাধান করা কঠিন হয়ে পড়ে। এ ধরনের ছবিকে অপটিক্যাল ইলিউশন বলা হয় যা চোখকে বিভ্রান্ত করে। 

প্রায়ই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বের করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্ক ও দৃষ্টি শক্তির তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়।

এই মজার অপটিক্যাল ইলিউশন ছবিটি কেবল আপনার দৃষ্টিশক্তি কতটা তীক্ষ্ণ তার প্রমাণ দেবে না, পাশাপাশি আপনি কতটা মনযোগী সেটাও প্রকাশ পাবে। তবে আর ৫টা অপটিক্যাল ইলিউশনের থেকে এটি একটু ভিন্ন। আগে ছবির সামনে দৃশ্যমান জিনিস খুঁজতে হতো, কিন্তু এতে প্যাটার্নের পেছনের থাকা ছবি খুঁজে বের করতে হবে, যা চোখে সহজে ধরা পড়বে না। হ্যাঁ, এর জন্য কিছু কৌশল রয়েছে, যা ব্যবহার করার পরে আপনি এটি সমাধান করতে সক্ষম হবেন।

ধাঁধা শুধুমাত্র আপনার পর্যবেক্ষণের দক্ষতাকে পরীক্ষা করে না, বরং আপনার সময়ও কোনো গঠনমূলক কাজের মাধ্যমে কাটাতে বাধ্য করে। বিশেষ করে সেই ধাঁধাগুলো, যেগুলো সমাধান করতে অনেক সময় লাগে।

এই ছবিতে নানা রকমের বল দেখা যাচ্ছে। কিন্তু এদের ভিড়ে লুকিয়ে রয়েছে অসংখ্য ফুটবল। কয়টি বল আছে? পারবেন বলতে? আপনার চোখের সামনেই রয়েছে। বলের সংখ্যা বলতে হবে ২০ সেকেন্ড সময়ের মধ্যে। দেখে খুব কঠিন লাগলেও ততটা কঠিন নয়, একটু মনোযোগ দিলেই পারবেন।

আশা করি এতক্ষণে উত্তরটি পেয়ে গেছেন। তবে এখনও যদি উত্তরটি না পেয়ে থাকেন, তবে আপনার জন্য রইল উত্তর। এখানে মোট ২৫টি বল রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে