এক্সক্লুসিভ ডেস্ক : গ্রীষ্মের প্রখরতা যেন প্রতিদিনই বাড়ছে। প্রকৃতির মোড় পরিবর্তনের এ সময়ে লু-হাওয়া যে হুড়মুড় করে প্রবেশ করে ঘরে। আর তাতেই মানুষ গরমে হাঁসফাঁস করতে থাকে। গরম থেকে বাঁচতে এসি কেনার বা ভাড়া নেওয়ার কথা ভাবতে শুরু করে অনেকে। যারা এই বছর বাড়িতে এসি লাগাতে চান তারা বাজারে খোঁজখবর নিতে শুরু করেছেন।
এরইমধ্যে কিছু মানুষ আবার ঠিক কত টন এসি কেনা উচিত তা নিয়ে উদ্বিগ্ন। কিন্তু দু’পক্ষের অনেকেই এখনও জানেন না এসিতে টন শব্দের মানে কী? এমন পরিস্থিতিতে, তারা এটিকে ওজনের সঙ্গে গুলিয়ে ফেলেন। আজ এই প্রতিবেদনে চলুন জেনে নেওয়া যাক এসিতে টন মানে কী।
মূলত টন হলো একটি ইউনিট, যা আপনার ঘরের আকার এবং অন্যান্য বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে এয়ার কন্ডিশনারটির শীতলতার ক্ষমতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। এখন, আপনি ভাবছেন কীভাবে টন নির্ণয়ের মাধ্যমে শীততাপনিয়ন্ত্রিত যন্ত্রটির শীতল করার ক্ষমতা গণনা করা হয়?
উত্তর হলো যে, এটি প্রতি ঘণ্টায় ব্রিটিশ থার্মাল ইউনিটের মাধ্যমে গণনা করা হয়, যা সাধারণত বিটিইউ/এইচআর হিসেবে প্রকাশ করা হয়। এয়ার কন্ডিশনারগুলোর জন্য বিটিইউ পরিসীমা ৫০০০ থেকে ২৪০০০ বিটিইউ এবং ১২০০০ বিটিইউ ১ টন-এর সমান হয়।
বিটিইউ হলো মান পরিমাপের একক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিমাপ অনুযায়ী আপনার ঘরের প্রতি বর্গফুটের জন্য ২০ বিটিইউ/ঘণ্টা প্রয়োজন। অর্থাৎ, ধরে নেওয়া যায় যে বিটিইউ/ঘণ্টার মান যত বেশি হবে, আপনার এসি তত শক্তিশালী হবে।
যাইহোক, এর মানে এই নয় যে আপনার সবসময় বেশি দামের এসিতে বিনিয়োগ করা উচিত। কারণ এর জন্য আপনাকে আপনার ঘরের আকার বিবেচনা করতে হবে। অন্যথায় এসি কার্যকরী ও একইসঙ্গে ভালো নির্বাচন হবে না।