এক্সক্লুসিভ ডেস্ক : পানির মধ্যে জ্বলছে আগুন এমন কথা বিশ্বাস না হলেও ঘটনা কিন্তু তাই। আগুন ও পানি একটি অপরটির প্রতিরোধক হলেও সহাবস্থানের দৃশ্য লক্ষ্য করা গেছে। যেখানে আগুন নিভাতে পানির প্রয়োজন সেখানে পানির মাঝেই বীরদর্পে জ্বলছে আগুন। অবিশ্বাস্য হলেও সত্য, নিউইয়র্কের অর্চার্ড পার্ক শহরের চেস্টনাট রিজ পার্কে এমন একটি জলপ্রপাত রয়েছে যেখানে পানির মধ্যে জ্বলছে আগুন।
জলপ্রপাতের সৌন্দর্যে আপনি মুগ্ধ তো হবেনই এর মাঝে আগুনের লেলিহান শিখা অবাক করে দেবে। আগুনের শিখা ঝরনা ধারার সৌন্দর্য যে নতুনত্ব এনে দিয়েছে তা যে কাউকে মুগ্ধ না করে পারে না। এটারনাল ফ্লেইম ফলস নামে পরিচিত আগুনের রহস্য এখনো উন্মোচিত হয়নি। বিজ্ঞানীদের ধারনা, মাটির নিচে থাকা গ্যাস এ আগুনের উৎস। পাথরগুলো অনেক বেশি উত্তপ্ত হলে তা থেকে উৎপন্ন গ্যাস থেকে আগুনের উৎপত্তি।
তবে জলপ্রপাতের নিচে থাকা পাথরগুলো আগুন ধরার মত উত্তপ্ত হয় না বলে বিজ্ঞানীদের এ মতবাদ সমর্থনযোগ্য নয়। এটারনাল ফ্লেইম-এর রহস্য এখনো রহস্যই রয়ে গেল। উন্মোচিত হওয়ার আগ পর্যন্ত এ রহস্য সবাইকে বিস্মিত করে যাবে।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/