শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৪৪:৩৮

খুব সহজেই খুঁজে নিন ভালোবাসার মানুষ

খুব সহজেই খুঁজে নিন ভালোবাসার মানুষ

এক্সক্লুসিভ ডেস্ক : আজ চলছে বসন্ত বরণ। কাল বিশ্ব ভালোবাসা দিবস। অথচ আপনি সঙ্গীহীন! তাই কি হতাশায় আছেন? একদম হতাশ হবেন না। ঝেরে ফেলুন সব হতাশা। আপনার সঙ্গী এবার খুঁজে দিবে আপনারই হাতের স্মার্টফোন।

কিভাবে? খুব সোজা। নিচ থেকে এখনই পছন্দ করে একপি অ্যপ আপনার স্মার্টফোনে ডাউনলোড করে নিন। এরপর শুরু করুন সঙ্গী খোঁজা। যদি মিলে যায়, তবে আর ঠেকায় কে আপনাকে?

ওকে কিউপিড
এটি ভ্যালেনটাইনস ডে ডেটিং স্পেশাল অ্যাপ। আশপাশে থাকা মানুষের মধ্যে থেকেই অ্যাপটি খুঁজে দেবে আপনার পছন্দের জনকে। এ জন্য আগেই দেখে নিতে পারবেন তার সম্পর্কে বিভিন্ন তথ্য ও ছবি।

আপনার বিভিন্ন তথ্যও সংগ্রহ করে রাখবে অ্যাপটি, যাতে অপরপক্ষও জেনে নিতে পারে আপনাকে।

অ্যাপটিতে রয়েছে বিনা মূল্যে ইনবক্স স্টোরেজ সুবিধাও। আপনার মেসেজগুলো জমিয়ে রাখতে পারবেন এখানে।

ডাউনলোড ঠিকানা :

https://play.google.com/store/apps/details?id=com.okcupid.okcupid&hl=en

 

টিন্ডার
অসংখ্য প্রোফাইল আছে এই অ্যাপে। এর মধ্যে যদি কাউকে ভালো লেগে যায়, তাহলে শুরু করতে পারবেন মেসেজ আদান-প্রদান। অপেক্ষা শুধু অপর প্রান্তের সাড়া দেওয়ার।

ফেইসবুকের মাধ্যমে অপর প্রান্তের মানুষটি সম্পর্কে বিভিন্ন তথ্য যাচাই করার সুবিধাও আছে অ্যাপটিতে।

ডাউনলোড ঠিকানা : https://play.google.com/ store/apps/details?id= com.tinder&hl=en

 

ওউ
অ্যাপটিতে মজার মজার প্রশ্নোত্তর ও ট্যাগশেয়ারের মাধ্যমে খুঁজে নিতে পারবেন ভালোবাসার মানুষটিকে।

ডাউনলোড ঠিকানা :

https://play.google.com/store/apps/details?id=com.u2opia.woo
- See more at: http://www.kalerkantho.com/print-edition/telecom/2016/02/13/324203#sthash.UhfbaEvT.dpuf

ট্রুলিম্যাডলি
অ্যাপটি শতভাগ নিরাপদ। অসংখ্য প্রোফাইল থেকে ফেইসবুক ও লিংকডইনের মাধ্যমে পছন্দের মানুষের প্রোফাইল নিশ্চিতেরও সুবিধা পাওয়া যাবে।

ডাউনলোড করা যাবে https://play.google.com/store/apps/details?id=com.trulymadly.android.app থেকে।

 

বাম্বল
এটি মেয়েদের জন্য বিশেষায়িত। অ্যাপটি দিয়ে মেয়েরা তাঁদের পছন্দের পুরুষ খুঁজে নিতে পারবেন। ম্যাচিংয়ের জন্য সময় পাবেন ২৪ ঘণ্টা। এর মধ্যে কোনো বার্তা আদান-প্রদান না হলে সেটি অদৃশ্য হয়ে যাবে।

অ্যাপটিতে ভাইবি নামের একটি ফিচার রয়েছে, যা আপনাকে একটি খেতাব বা উপমা দেবে। অ্যাপটির ডাউনলোড ঠিকানা :

https://play.google.com/ store/apps/details?id=com.bumble.app

 

হট অর নট
এটি একটি গেইম। খেলতে খেলতে খুঁজতে হবে পছন্দের মানুষ। ফেইসবুকের মাধ্যমে সাইন ইন করে আপনার ছবি আপলোডের পর শুরু করতে হবে খেলা।

অ্যাপটি আপনার মোবাইল নম্বর জানতে চাইবে।

https://play.google.com/store/apps/details?id=com.hotornot.app&hl=en থেকে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

 

হিটচ
পছন্দের মানুষ খুঁজতে পারবেন হিটচ দিয়ে, তবে আপনার তথ্য চাইলে গোপন রাখতে পারবেন এখানে। এ ক্ষেত্রে তথ্যগুলো প্রাইভেট মুডে রাখতে হবে।

https://play.google.com/store/apps/details?id=co.hitchapp.hitchandroid&hl=en থেকে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
- See more at: http://www.kalerkantho.com/print-edition/telecom/2016/02/13/324203#sthash.UhfbaEvT.dpuf
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে