মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০৪:৩৩

নতুন নজির, ১৯ দিনে ৫৭ তলা ভবন!

নতুন নজির, ১৯ দিনে ৫৭ তলা ভবন!

এক্সক্লুসিভ ডেস্ক : স্থাপত্যশিল্পের নতুন নজির সৃষ্টি হল। মাত্র ১৯ দিনেই ৫৭ তলা ভবন তৈরি করে এরই নজির সৃষ্টি করলোচীনের এক নির্মাণ প্রতিষ্ঠান।

সবকিছুর একটা নিয়ম এবং সময় রয়েছে, সে যত আধুনিক যুগ আসুক না কেনো কাজের সময় ঠিকই লাগে। কিন্তু এবার চীনের একটি নির্মাণ প্রতিষ্ঠান নির্মাণে সকল রেকর্ড ভেঙ্গেছেন। স্থাপত্যশিল্পে নতুন নজির গড়ে মাত্র ১৯ দিনেই বানিয়ে ফেললো একটি ৫৭ তলা বিশিষ্ট্য বিশাল ভবন! অর্থাৎ প্রতিদিন গড়ে ৩ তলা করে নির্মাণ করেছে চীনের ওই নির্মাণ প্রতিষ্ঠানটি।

চীনের হুনান প্রদেশের রাজধানী চাংসায় নির্মিত এই ভবনটিতে মোট ৮শ’টি অ্যাপার্টমেন্ট রয়েছে এবং অনায়াসেই এতে ৪ হাজার লোকের সংকুলান হবে। প্রথমে বিল্ডিংটি ২২০ তলা করার পরিকল্পনা নেওয়া হলেও বিমানবন্দরের খুব কাছে হওয়ায় পরে পরিকল্পনাটি কাটছাঁট করে ৫৭ তলা করা হয়।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ব্রড সাসটেইনেবল বিল্ডিং নামের ওই চীনা প্রতিষ্ঠানটি এর আগেও একই শহরে মাত্র ১৫ দিনে ৩০ তলা ভবন নির্মাণ করেছিলো। প্রতিষ্ঠানটির দাবি, তাদের প্রযুক্তি মানব ইতিহাসের সবচেয়ে বিষ্ময়কর আবিষ্কার। আর তাই এতো কম সময়ে ভবন নির্মাণ করা সম্ভব হয়েছে।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে