মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০৫:২৮

যেসব কারণে পাত্র-পাত্রী চয়েজে দ্বিমত

যেসব কারণে পাত্র-পাত্রী চয়েজে দ্বিমত

এক্সক্লুসিভ ডেস্ক : চশমা পরা কোনো পাত্রীকে বউ হিসেবে পছন্দ করতে চান না পুরুষরা।  এটা তারা অ্যালার্জি হিসেবে মনে করেন।  সম্প্রতি এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।  ফলাফলে দেখা যায়, বিয়ের জন্য মেয়ে পছন্দ করার ক্ষেত্রে ছবিতে কিংবা মুখোমুখি দেখার ক্ষেত্রে প্রথম দর্শনেই চশমা পরা মেয়েকে পছন্দ করেন না ভারতীয় পুরুষরা।

ভারতের প্রায় ৭ হাজার ২০০ জন প্রাপ্তবয়স্ক অবিবাহিত নারী-পুরুষের ওপর এ সমীক্ষা চালানো হয়।  চশমা পরা মেয়েদের পাত্রী হিসেবে দেখলে ছেলেদের মনে হয়, বিয়ের সম্ভাবনা আর থাকছে না।

সমীক্ষায় ৩৪.৬৬ শতাংশ পুরুষ জানান, পাত্রীকে বউ হিসেবে পছন্দসই হতে চশমা পরা মেয়েদের ভালো লাগে না।  চশমা ব্যবহারকারীদের মধ্যে ৩৯.৯২ শতাংশ মহিলা জানান, তারা পাত্রের সঙ্গে দেখা করতে গেলে চশমা পরেই যাবেন।

পাত্র হিসেবে কী কারণে ছেলেদের প্রথম দর্শনেই বাতিল করেন মেয়েরা এ প্রশ্নও রাখা হয় মেয়েদের।  জবাবে ছেলেদের দেহের বাজে গন্ধকে বাতিলের প্রথম কারণ হিসেবে ৫৬.৫১ শতাংশ মহিলা মত দিয়েছেন।  মুখের দুর্গন্ধকে দ্বিতীয় কারণ হিসেবে বলেছেন ৩২.০৪ শতাংশ নারী।  আর ১১.৪৫ শতাংশ মহিলা বিয়ের পাত্রকে বাতিল করেন চুলে খুশকি থাকলে।

ছেলেরা পাত্রী বাতিলের ক্ষেত্রে চশমা ছাড়াও অন্যান্য কারণের উল্লেখ করেছেন।  তাদের ৬১.২৮ শতাংশ চড়া গলায় কথা বলা মেয়েদের বাতিল করবেন।  অতি মেকআপ নেয়া মেয়েদের পছন্দ করেন না ২৪.০২ শতাংশ পুরুষ।  আর ১৪.০৭ শতাংশ ছেলের অপছন্দ সেই মহিলাদের, যাদের নখে নেলপলিশের রঙ বিচারের ক্ষেত্রে রুচিবোধ নেই।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে