এক্সক্লুসিভ ডেস্ক :প্রেম ভালোবাসা কি শুধু মানবজাতিতে সীমাবদ্ধ । পশু পাখিরা কি প্রেম ভালোবাসায় জড়ায় না ? প্রমাণ জ্বলজেন্ত, কোনো ঘন অরণ্য নয়-নগরের জণাকীর্ণ এক পর্যটন স্পটে ।
ঘটনা দেখে তো থ ক্যামেরাম্যান জ্যাকুইস মাথিসেন। কোন ভূল নয়, মুহূর্তেই এ বিরল দৃশ্যটি ক্যামেরাবন্দি ।
হৃদয়ে ঝড় তোলা এ ছবিটি তিনি তুলেছেন দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথের কারিয়েগা গেইম রিজার্ভ থেকে।
নতুন ভাবনা শুরু হয়েছে এ ছবি প্রকাশের পর থেকে। হাতিরাও তাহলে মানুষের মত প্রেম নিবেদন করে- নিজের প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরে ভালোবাসা প্রকাশ করে! কারিয়েগা গেইম রিজার্ভের মত জনাকীর্ণ টুরিস্ট স্পটে প্রায় ৩০টি হাতি তাদের সঙ্গীদের জড়িয়ে ধরে ঘুরে বেড়াচ্ছিল। দর্শণার্থীদের উপস্থিতি তাদের মোটেও সন্ত্রস্ত করতে পারেনি।
অবশ্য জ্যাকুইস হচ্ছেন ওই রিজার্ভের মাইনে করা ফটোগ্রাফার । ঘটনার দিন তিনি দেখেন দুটি কমবয়সী হাতি নিজেদের মধ্যে খেলা করছে। হঠাৎ করে খেলা থামিয়ে তারা শুঁড় দিয়ে পরস্পরকে জড়িয়ে ধরে। মনে হচ্ছিল , যেন তারা দুজন দুজনকে চুমু খেতে চাচ্ছে। ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যান জ্যাকুইস। তবে শাটার টিপতে একটুও ভুল করেননি জ্যাকুইস।
৩৭ বছরের ওই ফটোগ্রাফার এ সম্পর্কে বলেছেন,‘সেদিন হাতির দলটি বেশ মুডে ছিল। পুরুষ হাতিগুলো নারী হতিগুলোর প্রতি নিজেদের অনুরাগ প্রকাশ করছিল।আমরা দূরে দাঁড়িয়ে সে দৃশ্য উপভোগ করছিলাম।এমন সময় দেখি ওই অল্পবয়সী হাতি দুটোও প্রেম করতে শুরু করেছে। ওদের বয়স বড়জোর আট হবে।’
ওদের কাণ্ড দেখে তিনি প্রথমে ভেবেছিলেন, হাতির বাচ্চা দুটো বুঝি নিজেদের মধ্যে ঝগড়া করছে। প্রথমে ওদের একজন অন্যজনের চারপাশে কয়েক মিনিট ধরে ঘুরতে থাকে। এরপর ওরা মাথা দিয়ে ঢুঁ মারতে থাকে। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। পরস্পরকে শুঁড় দিয়ে কাছে টেনে মুখে মুখ লাগিয়ে প্রেম নিবেদন করতে শুরু করে।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/