মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০৮:০৩

এক লাখ ৩০ হাজার বছর আগের মানুষের ‌‘গয়না’

এক লাখ ৩০ হাজার বছর আগের মানুষের ‌‘গয়না’

এক্সক্লুসিভ ডেস্ক : আজকের কথা নয়, অন্তত এক লাখ ৩০ হাজার বছর আগের ঘটনা৷ আমাদের অর্থাত্‍ তথাকথিত সভ্য মানুষের আবির্ভাবেরও অন্তত ৮০ হাজার বছর আগের ঘটনা৷

পৃথিবীর কর্তৃত্ব তখন নিয়ানডারথাল মানুষের হাতে৷ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গুহার মধ্যে থেকে মানুষের পূর্বপুরুষের ব্যবহার করা বহু নিদর্শন থেকে সে যুগের ধারণা গড়ার চেষ্টা করছেন নৃতত্ত্ববিদরা৷

সম্প্রতি ক্রোয়েশিয়ার একটি গুহায় আদিম নিয়েনডারথাল মানুষের ব্যবহার করা কয়েকটি সামগ্রী দেখে চোখ কপালে উঠেছে সবার৷ মিললো আটটি গয়না।  এ খবর দিয়েছে এই সময়।

ঈগল পাখির পা ও নখ দিয়ে তৈরি এমন আটটি গয়নার সন্ধান মিলল ক্রোয়েশিয়ার ক্রাপিনা অঞ্চল থেকে৷ এ প্রথম নয়, প্রায় একশ' বছর আগে ক্রোয়েশিয়ার এ অঞ্চল থেকেই অন্তত ৯০০টি এমন নিদর্শন খুঁজে পান বিজ্ঞানীরা৷

তখন বিজ্ঞানীরা নিদর্শনগুলোর নির্মাণকাল নির্ণয় করে উঠতে পারেননি৷ কিন্ত্ত সাম্প্রতিককালে যে নমুনাগুলো খুঁজে পাওয়া গেছে সেগুলো দেখে বিজ্ঞানীরা নিশ্চিত যে, এক লাখ ৩০ হাজার বছর আগে এগুলো তৈরি করা হয়েছে৷

ঈগলের পায়ের হাড়ের বিভিন্ন জায়গায় যেভাবে ফুটো করা রয়েছে তাতে স্পষ্ট বোঝা যায়, ওইগুলো গলায় লকেট হিসেবে ঝোলানোর জন্য ব্যবহার করা হত৷ ঈগলের নখগুলোতে বিশেষভাবে পালিশ করার চিহ্ন রয়েছে৷
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে