শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৪৬:১১

জেনে নিন, ভালােবাসা দিবসের কিছু অজানা তথ্য

জেনে নিন, ভালােবাসা দিবসের কিছু অজানা তথ্য

এক্সক্লুসিভ ডেস্ক : আনুষ্ঠানিকভাবে আগামী কাল পালিত হবে বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার রং তুলিতে সেজে উঠবে তরুণ তরুণীদের মনের ক্যাম্পাস। কিন্তু প্রশ্ন হলো কিভাবে এলো এই ভালোবাসা দিবস? ভ্যালেনটাইন্স ডে সম্পর্কে জেনে নিন এমনি সব মজার এবং অজানা তথ্য। তবেই তো জমে উঠবে আপনার আগামীর প্রেম।

১) ১৫৩৭ সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরি সরকারিভাবে আজকের দিনে ছুটি ঘোষণা করেছিলেন। আর তাই এখনো এই দিনে ইংতল্যান্ডে ছুটির দিন হিসেবে পলিত হয়ে আসছে।

২) প্রত্যেক বছর আজকের এই দিনে গড়ে ২২০,০০০ মানুষ বিয়ের প্রস্তাব দিয়ে থাকেন। তাই আপনি যদি কাজটি না সেরে থাকেন তাহলে কালকের দিনটিই হবে আপনার জন্য উপযুক্ত সময়।

৩) শিক্ষকেরা সবথেকে বেশি ভ্যালেন্টাইনস ডে কার্ড পেয়ে থাকেন তাদের ছাত্রছাত্রী, মা-বাবা, স্বামী-স্ত্রী, ভালোবাসার মানুষ এবং পোষ্যদের কাছ থেকে।

৪) রিচার্ড ক্যাডবেরি ১৮০০ সালে ভ্যালেন্টাইনস ডে-র দিনে প্রথম চকোলেট তৈরি করেছিলেন। তাই আজও ভালোবাসার সাথে মিষ্টি চকলেটের সম্পর্ক অনেক গভীর।

৫) ৭৩ শতাংশ পুরুষ ভ্যালেন্টাইনস ডে-র দিনে ফুল কিনে থাকেন। আর সেখানে মেয়েদের সংখ্যাটা মাত্র ২৭ শতাংশ। তাহলে কি মেয়েরা সারা জীবন নিয়েই থাকেন? আসলে মেয়েরা যা দিয়ে থেকে তার থেকে অনেক বেশি পেয়ে থাকেন তাইনা?

৬) তবে ফুলের ক্ষেত্রে এই সংখ্যাটা অনেক কম হলেও, ৮৫ শতাংশ মহিলা আজকের দিনে তার ভালোবাসার মানুষকে উপহার দিয়ে থাকেন।

৭) এখনো প্রত্যেক বছর ভ্যালেন্টাইনস ডে-র দিনে ইতালির শহর ভেরোনায় জুলিয়েটের নামে ১ হাজারটি চিঠি আসে।

৮) পরীসংখ্যানে দেখা গিয়েছে ৩ শতাংশ পশু প্রেমীকরা তাদের পোষ্যকে ভ্যালেন্টাইনস ডে-র উপহার দিয়ে থাকেন।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে