শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৫৭:২৯

এ বার হাঁটলেই চার্জ হয়ে যাবে স্মার্টফোন!

এ বার হাঁটলেই চার্জ হয়ে যাবে স্মার্টফোন!

এক্সক্লুসিভ ডেস্ক : স্মার্টফোন ব্যবহার করছন? তাহলে এখন থেকে ব্যাটারি ফুরিয়ে যাওয়া নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। সঙ্গে নিয়ে ঘুরতেও হবে না চার্জার। শুধু হাঁটলেই চার্জ হয়ে যাবে আপনার স্মার্টফোন। উইসকনসিন-ম্যাডিসন ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ররা তৈরি করেছেন এক নতুন ইলেকট্রনিক ডিভাইস। যার সাহায্যে মোবাইলের ব্যাটারি স্টোরেজ বাড়ানো যাবে। এমনকি, হাঁটলেও চার্জ হয়ে যাবে স্মার্টফোন।

অধ্যাপক টম ক্রুপেনকিন ও সিনিয়র সায়েন্টিস্ট জে অ্যাশলে টেলরের ব্যাখ্যা অনুযায়ী, প্রযুক্তির সাহায্যে মানব গতির এনার্জি ব্যবহার করে মোবাইল চার্জ করা যাবে। ক্রুপেনকিন বলেন, ‘মানুষ হাঁটলে প্রচুর এনার্জি তৈরি হয়। প্রতি জুতোয় ১০ ওয়াট এনার্জি উত্পন্ন হয় যার পুরোটাই নষ্ট হয়। দুটো জুতো থেকে পাওয়া ২০ ওয়াট এনার্জি মুখের কথা নয়। আধুনিক মোবাইল চার্জ করতে এর থেকে অনেক কম এনার্জি প্রয়োজন হয়।

সেনাবাহিনীর জওয়ানরা যুদ্ধক্ষেত্রে তাদের রেডিও, জিপিএস ইউনিট ব্যবহার করতে অনায়াসে এই এনার্জি ব্যবহার করতে পারেন। এই এনার্জি দিয়ে প্রতিদিন স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ফ্লাশলাইট চার্জ করা যেতে পারে। স্মার্টফোন চার্জ করতে দু’ওয়াটেরও কম এনার্জি লাগে। আমরা চেষ্টা করছি বিশেষ পদ্ধতির সাহায্যে মানব গতি থেকে উত্পন্ন এনার্জিকে ইলেকট্রনিক এনার্জিতে রূপান্তরিত করতে।’
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে