শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৫৪:১৪

বিষধর সাপের সঙ্গে মাকড়সার লড়াই!

বিষধর সাপের সঙ্গে মাকড়সার লড়াই!

এক্সক্লুসিভ ডেস্ক : কুমির আর অজগর সাপের লড়াই শোনা গেলেও এবার লড়াই হলো বিষধর সাপের সঙ্গে মাকড়সার! ঘটনাটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

অস্ট্রেলিয়ায় বিষধর একটি সাপকে জালে আটকে মেরেছে মাকড়সা।  সিডনি থেকে ৪০০ কিলোমিটার দূরে উইটহাল নামের একটি এলাকায় সম্প্রতি এমন ঘটনা ঘটে।  

ঘটনার প্রত্যক্ষদর্শী কৃষক প্যাট্রিক লিস একটি ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেয়ার পর তা ভাইরাল হয়ে যায়।  প্যাট্রিক বলেন, গত শনিবার লম্বা পা-বিশিষ্ট মাকড়সার জালে আটকানো সাপের ছবিটি তিনি তুলেছিলেন।

যখন তিনি ছবি তোলেন, তখন সাপটি ছিল মৃত।  তবে মাকড়সা তার বিষ দিয়ে সাপটিকে মেরেছে কি না, সে ব্যাপারে নিশ্চিত নন তিনি।  শুধু সাপটিকে মাকড়সার জালে আটকে থাকতে দেখেছেন তিনি।

প্যাট্রিক বলেন, তবে সাপ-মাকড়সার যুদ্ধে ব্যাঘাত ঘটাননি তিনি।  কারণ মাকড়সার জয়কে অস্বীকার করা যায় না।  

অস্ট্রেলিয়ান মিউজিয়ামের গ্রাহাম মিলেজ বলেন, মাকড়সার পক্ষে সাপকে হত্যা করা সম্ভব, কিন্তু এর সত্যতা নিশ্চিত করা সম্ভব নয়।  সম্ভবত মাকড়সার জালে আটকে গিয়েছিল সাপটি।  এরপর মাকড়সা জাল দিয়ে মুড়িয়ে ফেলে কামড়াতে শুরু করে।  সূত্র : দ্য ন্যাশনাল ওয়ার্ল্ড
১৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে