মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:১৯:৪৮

জীবনটাকে সহজ করতে সফল ব্যক্তিদের একটি সিদ্ধান্ত

জীবনটাকে সহজ করতে সফল ব্যক্তিদের একটি সিদ্ধান্ত

এক্সক্লুসিভ  ডেস্ক : একটি সঠিক সিদ্ধান্তই মানুষের জীবনকে সহজ করে সফলতার উচ্চ শিখড়ে পৌছাতে সক্ষম করে তুলে। আমেরিকার সফল কয়েকজন উদ্যোক্তা তাদের ব্যস্ততম জীবনকে কিছুটা সহজ করতে তারা নানা ধরণের কাজ করে থাকেন। বিশ্বের সকল বড় বড় ব্যবসায়ী, লেখক এবং প্রভাবশালী ব্যক্তিত্বরা জানিয়েছেন, অর্থ ব্যয় করে জীবনটাকে আরেকটু সহজ করতে কি কি কাজ করেছেন তারা।

১. নিউ ইয়র্ক টাইমস এর তালিকায় কয়েকবার সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের লেখক হিসাবে মনোনীত হয়েছেন টিম ফেরিস। তিনি একজন ব্যবসায়ী উদ্যোক্তাও বটে। নিজের কাপড় ধোয়ার সময় তার একদমই নেই। প্রতি ঘণ্টার ভিত্তিতে এসব কাজ করতে গেলে প্রচুর অর্থ বেরিয়ে যাবে তার। তাই লন্ড্রি এবং ঘর পরিষ্কারের জন্যে এক্সপার্ট রেখে দিলেন তিনি। বেঁচে গেল অনেক টাকা। আবার ঝামেলাও কমে গেলো।

২. নিয়মিত এদিক-ওদিক দৌড়াতে হয় ব্যবসায়ী টনি রবিনসকে। তা ছুটির দিনে সান ডিয়েগো থেকে অ্যাসপেনে নিয়মিত বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাওয়ার খরচও অনেক। আছে আরো নানা সমস্যা। তাই একটি জেট বিমান কিনে ফেলেন তিনি। এতে সময়, অর্থ এবং ঝক্কি কমে গেছে তার।

৩. সারাক্ষণ বই পড়ে জ্ঞান অর্জন করা এবং তাকে কর্মজীবনে কাজে লাগানোই রবার্ট কিয়োসাকির কাজ। এই দক্ষ বিনিয়োগকারী প্রচুর বই পড়েন। শুধু বই থেকে জ্ঞানার্জন না করে তিনি এমন বন্ধুমহল গড়ে তুললেন, যারা সবাই বেশ জ্ঞানী মানুষ। তাদের সঙ্গে আড্ডাতেও নানা শিক্ষা অর্জন করে চলেছেন তিনি।

৪. 'ডেইলি ওর্থ' এর প্রতিষ্ঠাতা আমান্দা স্টেইনবার্গ। এটি শীর্ষস্থানীয় ফিনানসিয়াল মিডিয়া কম্পানির একটি। তার বাড়ি ছিল ফিলাডেলফিয়ায় আর অফিস নিউ ইয়র্কে। ব্যবসার ট্রিপে হোটেলে থেকে প্রচুর অর্থ বেরিয়ে যেত তার। তাই নিউ ইয়র্কেই থাকার ব্যবস্থা করলেন। আর আগের হোটেল ভাড়ার অংশ বাঁচিয়ে একটি অ্যাপার্টমেন্ট কেনার চিন্তা করছেন।

৫. লুইস হাওয়েস নিজেই ব্যবসা বিষয়ক কোচ। কিন্তু ব্যবসাসহ নানা কাজ সামলাতে নিজেই হিমশিম খাচ্ছিলেন। অবমেষে একজন ফুটটাইম এক্সপার্ট পিএস নিয়োগ দিলেন তিনি। এখন সবকিছু গোছানো অবস্থায় পেয়ে যান তিনি।

৬. থিঙ্কট্যাঙ্ক এবং ব্যবসার কৌশল বিষয়ক এক্সপার্ট ড্যানিয়েল লা পোর্তে। তিনি নিজের পছন্দের কাজগুলো খুব মনোযোগ দিয়ে করতে পছন্দ করেন। কিন্তু রান্না করে  খাওয়ার সময় তার নেই। তাই ভারো একজন শেফ নিয়োগ দিলেন। এরপর থেকে তার জীবনটা অনেক সহজ হয়ে গেছে।

৭. মুসতাচে একজন জনপ্রিয় ব্লগার। অর্থ বিষয়ে লেখালেখি করেন তিনি। মাত্র তিরিশ বছর বয়সেই তিনি ভবিষ্যতের জন্যে যথেষ্ট সঞ্চয় করে ফেলেছেন। কাঠের কাজ করেন তিনি। এ কাজটাকে আরো সহজ করতে নতুন এক ধরনের যন্ত্রপাতির সেট বানিয়ে ফেললেন তিনি। আর তাই দিয়ে বেশ সহজে অনেক বেশি কাজ করতে সক্ষম হলেন। কম সময়ে আয়ও বেড়ে গেলো তার।

৮. সিএনবিসি সংবাদসংস্থান সাবেক অ্যাঙ্কর নিকোল ল্যাপটিন। নিউ ইয়র্ক টাইমসের বেস্টসেলার 'রিচ বিচ' বইয়ের লেখিকা তিনি। প্রতিদিন ৫ ডলার তার কফির পেছনে ব্যয় হয়। এই অর্থটাকে বাঁচাতে চাইলেন তিনি। তবে না পারলেও অন্য খাত থেকে প্রতিদিন ৫ ডলার করে বাঁচানো শুরু করলেন। বহু বছর ধরে এ কাজটি করার ফলে আজ বেশ কিছু সঞ্চয়ের মালিক তিনি।

সূত্র : বিজনেস ইনসাইডার
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে