রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৩৭:৫৫

একাই এক কিশোর ভালোবাসা দিবসের গিফট দিলেন ৮৩৪ ছাত্রীকে

একাই এক কিশোর ভালোবাসা দিবসের গিফট দিলেন ৮৩৪ ছাত্রীকে

এক্সক্লুসিভ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ১৭ বছর বয়সী হেইডেন গডফ্রে নামের এক কিশোর একাই ৮৩৪ ছাত্রীকে ভালোবাসা দিবসের গিফট দেয়ার পরিকল্পনা করেছেন। যে গিফট প্রদানে ওই কিশোরটির খরচ হচ্ছে ৪৫০ মার্কিন ডলার।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের স্মিথফিল্ড এলাকার স্কাই ভিউ হাইস্কুলের মোট ছাত্রীর সংখ্যা ৮৩৪। আর এই সংখ্যক ছাত্রীকে একটি করে ফুল উপহার দেয়ার পরিকল্পনজা ওই কিশোরের।

সূত্র বলছে, সারা বছর কাজ করে ভ্যালেন্টাইন গিফট প্রদানের জন্য এই অর্থ সঞ্চয় করে ১৭ বছরের হেইডেন গডফ্রে। নিজের গার্লফ্রেন্ড থাকলেও এই দিনটিতে তিনি কাউকে নিরাশ দেখতে চান না।

হেইডেনের এই কাজে উচ্ছ্বসিত তার মা এরিন গডফ্রে। তিনি জানান, স্কুলের কিছু মেয়ে ভালোবাসা দিবসে কোনও উপহার পায় না দেখে হেইডেন কষ্ট পেত।

ভালোবাসা দিবসে হেইডেনের পক্ষ থেকে ছাত্রীদের ফুল উপহার দেওয়ার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। প্রতিবছরই বিশেষ এই দিনটিতে সবাইকে একটি করে ফুল উপহার দেয় হেইডেন গডফ্রে।

হেইডেন জানান, ১৪ বছর বয়স থেকে তার এভাবে ভালোবাসা দিবসে ফুল বিতরণের কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে ভালোবাসা দিবসে বেনামে বন্ধুদের কাছে ফুল পাঠাত। প্রতিবছর এর পরিধি বাড়তে থাকে।

এক পর্যায়ে হেইডেন মেক্সিকান রেস্তোরাঁয় থালাবাসন ধোয়ার কাজ করেন। সর্বশেষ গত ১০ মাস তিনি স্থানীয় একটি মুদি দোকানে প্যাকেজিং-এর কাজ করেন।
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে