রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:০৮:০৬

১০টি টিপস, এবারের ভ্যালেন্টাইন হোক একটু আলাদা

১০টি টিপস, এবারের ভ্যালেন্টাইন হোক একটু আলাদা

এক্সক্লুসিভ ডেস্ক : এবারের ভ্যালেন্টাইন হোক একটু আলাদা। যে যেভাবেই দেখুক, ভালোবাসার অর্থ একটাই, রূপও এক। শুধু ধরা দেয় বহুরূপে। কখনো নীরবে নিভৃতে আবার কখনো চিত্কারে প্রকাশ ঘটে ভালোবাসার। তখন শুধু শান্ত ‘I LOVE YOU’ হয়ে যায় অশান্ত ‘আমি তোমায় ভালোবাসি’। আজ সারা দিন ভ্যালেন্টাইন ডে। আর আপনাদের এই ভ্যালেন্টাইন ডে সুন্দর করতে রইল ১০টি ছোট্ট কিছু টিপস-  

১. দিনের প্রথম দেখায় গোলাপের বাঞ্চটা দিতে ভুলবেন না।

২. দোকান থেকে কেনা কার্ড নয়, এই ভ্যালেন্টাইনে তাঁকে দিন নিজের হাতে বানানো কিছু।

৩. দারুণ দারুণ খাবার আর ওয়াইন বা ভদকার বোতল নিয়ে দুজনে মিলেই চলে যান পিকনিক করতে।

৪. কোথায় আপনাদের প্রথম দেখা? কে প্রথম প্রোপোজ করেছিল? কত তারিখ ছিল সেটা? সেই সুন্দর স্মৃতিগুলো আরও একবার নিজেদের মধ্যে ভাগ করে নিন।

৫. আজ দূরে থাকুক বন্ধুরা। বন্ধ থাকুক ফোন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। দিনটা হোক শুধু তোমার-আমার।

৬. সারাদিন ধরে ঘুরে ঘুরে এক সিনেমা হল থেকে আরেক সিনেমা হল। সিনেমা দেখার মাঝে চলতে থাকুক ভূরিভোজও।

৭. ডিস্কে পার্টি তো অনেকই করেছেন, এবার বরং একটু নিরিবিলিতে পছন্দের পানীয়ের সঙ্গে কাটুক আপনাদের ভ্যালেন্টাইন ডে। সঙ্গে হাল্কা মিউজিক।

৮. অনেকদিনের সম্পর্কে আসতে পারে মান-অভিমান। এই ভ্যালেন্টাইন ডে-তে তাঁকে আরও একবার অনুভব করান তিনি আপনার কাছে আজও একইরকম গুরুত্বপূর্ণ।

৯. কোনও রেস্তরাঁর কেবিনে একান্তে নয়, ভ্যালেন্টাইন ডিনার হোক বাড়ির ব্যালকনি বা লনে একান্তে শুধুই মোমবাতির আলোতে। হতে পারে আপনার শখ করে কেনা গাড়িতেও।

১০. আর হ্যাঁ, আদরটা যেন কোনওভাবেই মিস না যায়! এই ভ্যালেন্টাইনের সারাদিনটা কাটুক আদরের উষ্ণ পরশে।
১৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে