সোমবার, ০৩ জুন, ২০২৪, ০৭:৪৪:৫৪

পৃথিবীতে আপনার ওজন ৬০ কেজি হলে চাঁদে কত কেজি হবে?

পৃথিবীতে আপনার ওজন ৬০ কেজি হলে চাঁদে কত কেজি হবে?

এক্সক্লুসিভ ডেস্ক : চাকরির পরীক্ষার সফল হওয়ার পর প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। এইসময় যারা ইন্টারভিউ নেন, তারা ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করে থাকেন, যার ফলে সহজেই তারা বিভ্রান্ত হয়ে পড়েন। তাই বিগত কয়েক বছরের ইন্টারভিউগুলিতে এমনই কিছু প্রশ্ন করা হয়েছিল তা এবার উত্তর সহ দেখে নেওয়া যাক।

১) প্রশ্ন: পাকিস্তানের জাতীয় নদীর নাম কী?
উত্তর: সিন্ধু নদী।

২) প্রশ্ন: ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি হাতি দেখা যায়?
উত্তর: কেরালা।

৩) প্রশ্ন: ‘গান্ধী বুড়ি’ নামে কে পরিচিত?
উত্তর: মাতঙ্গিনী হাজরা।

৪) প্রশ্ন: প্রধানমন্ত্রী পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র কার কাছে জমা দিতে হয়?
উত্তর: রাষ্ট্রপতির কাছে।

৫) প্রশ্ন: ভারতের কোন শহরে সর্বপ্রথম ট্যাক্সি চালু হয়েছিল?
উত্তর: বাঙ্গালোর শহরে।

৬) প্রশ্ন: চাঁদের মাটিতে জল আছে, ভারত এটি কত সালে আবিষ্কৃত করে?
উত্তর: ২০০৮ সালে।

৭) প্রশ্ন: পৃথিবীতে একমাত্র কালো গোলাপ কোন দেশে দেখা যায়?
উত্তর: তুর্কি দেশে।

৮) প্রশ্ন: পৃথিবীতে আপনার ওজন ৬০ কেজি হলে চাঁদে কত কেজি হবে?
উত্তর: ১০ কেজি।

৯) প্রশ্ন: ‘জনগণমন’ গানটি সর্বপ্রথম কোথায় গাওয়া হয়েছিল?
উত্তর: ১৯১১ সালে কলকাতায়।

১০) প্রশ্ন: বলুন তো পৃথিবীতে মোট কতগুলি দেশ রয়েছে? (ধাঁধার প্রশ্ন)
উত্তর: দেশ বলতে একটাই, যেখানে আপনি জন্মেছেন, বাকিগুলো আপনার কাছে বিদেশ।

১১) প্রশ্ন: বিশ্বের কোন দেশে নদী নেই?
উত্তর: সৌদি আরব।

১২) প্রশ্ন: মানুষের সবচেয়ে ব্যস্ততম অঙ্গের নাম কী?
উত্তর: হৃদপিণ্ড।

১৩) প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ভাষার নাম কী?
উত্তর: সংস্কৃত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে