মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৩০:২৪

কাঠঠোকরার পিঠে বেজির শূন্যে ভ্রমণ!

কাঠঠোকরার পিঠে বেজির শূন্যে ভ্রমণ!

এক্সক্লুসিভ ডেস্ক : বিচিত্র প্রাণিজগতে বিরল সব ঘটনা ঘটে যায় আমাদের চার পাশে। তেমনই এক ঘটনার অভূতপূর্ব দৃশ্য কাঠঠোকরার পিঠে চড়ে বেজির শূন্যে ভ্রমণ।আর এ দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন পরিবেশ আলোকচিত্র মার্টিন লে-মে।

সম্প্রতি ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়ে ওঠে। গত ২ মার্চ জেওয়ার্ড৭ প্রথম টুইটারে ছবিটি শেয়ার দেওয়ার পর রিটুইট হয়েছে ১০ হাজার বারের বেশি। লক্ষাধিক ব্যক্তি ছবিটি বিভিন্ন মাধ্যমে শেয়ারও দিয়েছেন।

আলোকচিত্রী মার্টিন লে-মে লন্ডনের হর্নচার্চ কান্ট্রিপার্কে তার স্ত্রী অ্যানসহ ঘুরতে গিয়েছিলেন। জায়গাটি ছিল সবুজ তৃণভূমি। পুরো এলাকা ভালভাবে জরিপ করার জন্য তারা একটি গাছের আড়ালে বসে দূরবিনে চোখ দিয়ে বসে ছিলেন। তখন এই অনন্য সাধারণ ঘটনাটি ঘটে।

তিনি এর কয়েকটি ছবি তুলে রাখেন এবং ভিডিও করেন। বিরল এ ছবির আলোকচিত্রী জানিয়েছেন, ছোট আকারের একটি বেজি কাঠঠোকরাটিকে আক্রমণ করে। প্রাণ বাঁচতে উড়াল দেয় পাখিটি। কিন্তু কাঠঠোকরার ঘাড়ের ওপর কামড়ে ধরে তার পিঠের ওপর চেপে বসে বেজিটি। জীবন বাঁচাতে ওই অবস্থাতেই পাখিটি উড়তে থাকে।

পূর্ব লন্ডনের হনচার্চ কাউন্টি পার্কে স্ত্রীর সঙ্গে হাঁটছিলেন ফটোগ্রাফার মার্টিন লে-মে। এ সময় ‘খ্যাঁচম্যাচ’ করার আওয়াজ পান তারা। কিছুক্ষণ পরে তারা দেখতে পান একটি কাঠঠোকরা ও ছোট একটি বেজির মধ্যে সংঘর্ষ চলছে। কাঠঠোকরাকে কামড়ে ধরেছে বেজি আর প্রাণ বাঁচতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাখিটি। এ সময় কাঠকোঠরাটি উড়াল দেয়, তখন তার পিঠে চড়ে বসে বেজি।

মার্টিন লে-মে আরো জানান, কিছু দূর যাওয়ার পর মাটিতে আঁছড়ে পড়ে কাঠঠোকরা। সঙ্গে সঙ্গে ঘন ঘাসের মধ্যে ঢুকে যায় বেজি। বিশ্রাম নিতে থাকে ক্লান্ত কাঠঠোকরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

হয়তো মানুষের মত উড়োজাহাজ বানাতে এখনও কোন প্রাণীর পদক্ষেপ দেখা যায়নি, তবে বুদ্ধির দিক থেকে এরাও যে পিছিয়ে নেই- সেটাই প্রমাণ পায় আমরা।

মার্টিন বলেন, তার তোলা ছবিগুলোর মধ্যে এমন অম্লমধুর ছবি আর নেই। আমার ধারণা, আমার স্ত্রীও অভিভূত! বর্তমানে ছবিটির ভক্ত হাজার হাজার মানুষ।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে