এক্সক্লুসিভ ডেস্ক : দীর্ঘদিন যাবৎ মোটর নিউরন ডিজিজের সাথে লড়াই করে ৭৬ বছর বয়সে মারা গেছেন বিশ্বের সবচেয়ে সম্মানিত এবং সুপরিচিত বিজ্ঞানী স্টিফেন হকিং।
তিনি ছিলেন রসবোধ সম্পন্ন একজন মানুষ, বিজ্ঞানের একজন জনপ্রিয় দূত এবং তিনি সব সময় নিশ্চিত করতেন যেন তার কাজ সাধারণ মানুষেরা সহজে বুঝতে পারেন।
স্টিফেন হকিংয়ের এমন কিছু উক্তি আছে যা ফিরিয়ে দেবে আপনার জীবনীশক্তি। তবে আর দেরি না তরে চলুন জেনে নেই সেই উক্তিগুলো সম্পর্কে।
১. জীবন এমন এক শক্তি যা আপনাকে পরিবর্তনকে স্বীকার করতে শেখায়।
২. আমি এখনো বড় হইনি। আমি এখনো প্রশ্ন করতেই থাকি।
৩. কেউ যদি বলে আপনি ভুল করেছেন তাকে বলবেন, ভুল করা দরকার। ভুল না করলে আমি বা আপনি কেউই বেঁচে থাকব না।
৪. মানুষ কথা বলেই সব থেকে বেশি সাফল্য লাভ করে। মানুষের ব্যর্থতার কারণও এই আলাপচারিতা। তবে কথাবার্তা চালিয়ে যাওয়া উচিত।
৫. গত ৪৯ বছর নিয়ে আমার মৃত্যু নিয়ে নানা জল্পনা চলছে। তাই আমি আর মরতে ভয় পাই না। তবে মৃত্যুর আগে আমাকে অনেক কাজ করতে হবে।
৬. যে সমস্ত মানুষরা ভবিষ্যৎকে বিশ্বাস করেন তারাই রাস্তা পার করার সময় বারবার দু’দিকে তাকান।
৭. মাটির দিকে তাকিও না, আকাশের দিকে তাকাও। কাজ করতে থাকো। কারণ কাজই জীবনে প্রাসঙ্গিক করে তোলে। আর যদি কপালে করে জীবনে ভালবাসা পাও কখনো তাকে ছুড়ে ফেল না।
৮. যারা বুদ্ধিমত্তা নিয়ে বড়াই করেন, তারা আসলে হেরে গেছেন।
৯. রাগ মানুষের সব থেকে বড় শত্রু। সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে এই ক্রোধ।
১০. আপনার শারীরিক বাধা কখনো ভাল কাজে বাধা হতে পারে না। শারীরিক সীমাবদ্ধতার জন্য কখনো অনুতাপ করবেন না। কাজ করার উদ্যমে বৈকল্য থাকা সব থেকে খারাপ।