৬৬ দিন সমুদ্রে ভেসে মাছ খেয়ে জীবন বাঁচে’
এক্সক্লুসিভ ডেস্ক : রাখে আল্লাহ মারে কে- এমন ঘটনা লুই জর্ডানের। এ কোনো গল্প নয়। একেবারে সত্যি ঘটনা। ৬৬ দিন ভেসে ছিলেন সমুদ্রের জলে। অবশেষে বৃহস্পতিবার তাকে দেখতে পেয়ে উদ্ধার করে একটি জাহাজ। এমনটাই জানানো হয়েছে মার্কিন কোস্ট গার্ডের তরফে। ৩৭ বছর বয়সী লুই জর্ডান ২৯ জানুয়ারি থেকেই বিপাত্তা ছিলেন।
উদ্ধার হওয়ার পর তার পরিবারের সবাইকে লুই জানান, খালি হাতেই মাছ ধরে পেট চালাতেন তিনি। তৃষ্টা পেলে বৃষ্টির জল। উত্তর ক্যারোলিনার সমুদ্র তট থেকে ৩২২ কিলোমিটার দূরে তাকে দেখতে পাওয়া যায় তার ৩৫ ফুট লম্বা নৌকা এঞ্জেলে।
তাকে দেখতে পেয়ে উদ্ধার করে জার্মান রেজিস্টার্ড হিউস্টন এক্সপ্রেস ট্যাঙ্কার। তবে উদ্ধার হওয়ার পর জর্ডান জানিয়েছেন, তিনি ভালোই আছেন। তিনি বলেন যে, মাঝ সমুদ্রে গিয়ে তার নৌকাটি খারাপ হয়ে যায় এবং কোনোভাবেই সেটি তিনি সারাতে পারেননি।
তার বাবা সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে জানান যে, দীর্ঘদিন ছেলের কোনো খবর না পেয়ে তিনি ধরেই নিয়েছিলেন যে, বেঁচে নেই তার ছেলে। তবে ছেলেকে আবার ফিরে পেয়ে খুবই খুশি হয়েছেন বাবা। সূত্র : এই সময়
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম