মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৫৪:১২

আজব এক ভাসমান গ্রাম!

আজব এক ভাসমান গ্রাম!

এক্সক্লুসিভ ডেস্ক : গ্রামটি ভাসমান, তবে এমন এক জায়গা যেখানে কেউ ডাঙায় পা দেয় না।  জলের দুনিয়ায় আপনাকে স্বাগত।  যেখানকার বাসিন্দারা কখনো ডাঙায় পা দেননি।  

গ্রামের নাম সান্তাদু।  চীনের নিঙদে শহর থেকে ৩০ কিমি দূরে গ্রামটি।  দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনের ফুজিয়ান প্রদেশের এই গ্রামটা জাপানি বোমার আঘাতে একেবারে তছনছ হয়ে গিয়েছিল।  

গোদের ওপর বিষফোঁড়ার মত জলের তোড়ে ভেসে গিয়েছিল গ্রাম।  কিন্তু জীবন ভারী অদ্ভুত, সৃষ্টিও ভারী অবাক করা।  ধ্বংসের মধ্যেও তৈরি হলো আশ্চর্য এক গ্রাম, যা শুধু ভেসে থাকে জলের ওপর।

মনে হয় যেন প্রতিকূলতাকে অন্ধকারে রেখে আলোয় ভেসে চলছে উত্‍সব। প্রকৃতির রোষানলে মানুষকে পড়তে হয় মাঝেমধ্যেই।  তবু তার মোকাবেলা করেই বেঁচে থাকে মানুষ।  যেমন বেঁচে আছে সান্তাদু গ্রাম।  বেঁচে আছে ভেসে থেকেই।  আছে বেঁচে থাকার পণ নিয়ে কিছু মানুষের চোয়ালচাপা লড়াই ।
(ভাসমান গ্রামের ছবিগুলো এশিয়া নিউজ থেকে নেয়া)
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসআর/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে