মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৫৪:২৯

বিশ্ববিদ্যালয়ে নতুন বন্ধু তৈরির কোর্স চালু

বিশ্ববিদ্যালয়ে নতুন বন্ধু তৈরির কোর্স চালু

এক্সক্লুসিভ ডেস্ক : নতুন বন্ধু তৈরি করতে কোর্স চালু করেছে।  চীনের এক বিশ্ববিদ্যালয়ে।  রক্ষণশীলতার বেড়াজাল ভেঙে এবার বন্ধুত্ব তৈরির কোর্স চালু করল বিশ্ববিদ্যালয়টি।

 চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে কোর্সটি সম্পন্ন করতে লাগবে মোট ৩২ ঘণ্টা।  সেখানকার ছাত্র ইউনিয়ন কিউকিয়াহুই কোর্সটি চালু করেছে।  এ কোর্সের মাধ্যমে কীভাবে বন্ধু তৈরি করতে হবে এবং বন্ধুর গভীরতায় কীভাবে পৌঁছবে সেকথাই বলা হয়েছে।

 কোর্সটিতে লিখিত ও প্র্যাক্টিকাল দু’ধরনেরই ক্লাস হবে।  শেখানো হবে সামাজিক সভ্যতা-ভদ্রতাও।  কোর্সে ফুল মার্কস পেতে গেলে ছাত্রছাত্রীকে তাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।

ছাত্রছাত্রীরা যদি নিজেদের বন্ধত্বের অভিজ্ঞতা ব্যবহার করেন এবং তার সাহায্যে নতুন বন্ধু তৈরি করতে পারেন তাহলে তারাই পাবেন ফুল মার্কস। এ কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর কং ইং।  সূত্র : এবিপি
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে