এক্সক্লুসিভ ডেস্ক : হ্যান্ডসাম, লম্বা আর সুদর্শন পুরুষই শুধু নয়, আরো বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে পুরুষদের, যা অন্যরা ও মেয়েরা দারুণ পছন্দ করেন। তাদের দৃষ্টিতে এগুলো পুরুষের 'পৌরষদীপ্ত' বৈশিষ্ট্য। দৈহিক সৌন্দর্য বা আকর্ষণীয় ব্যক্তিত্ব সাধারণ চাহিদা। এর সঙ্গে দেখে নিন, এমনই আরো কিছু বৈশিষ্ট্য যা মেয়েদের বা অন্যদের চুম্বকের মতো আকর্ষণ করে।
রুচিশীল স্টাইল : দামি নয়, রুচিশীল পোশাক পরেন এমন পুরুষদের প্রতি আকৃষ্ট থাকেন নারীরা। ফুটপাথ থেকেও একটি পোশাক কিনলে তাতে থাকবে স্টাইলের ছোঁয়া। স্টাইল প্রদর্শনের জন্য এমন পোশাক পরবেন না যাতে আপনাকে হাস্যকর ও বিদঘুটে দেখা যায়।
নিজেকে সাধারণ ভাবে উপস্থাপন : মানুষের সাধারণ প্রবৃত্তি হল প্রথম দেখায় নিজেকে সেরা প্রমাণ করা। এইজন্য অপর জনের সাথে প্রতিযোগিতা শুরু করে দেয়। তবে এটা আপনাকে শুধু ছোটই করবে। এই আচরন অনেকটা শিশুসুলভ। তাই সস্তা প্রতিযোগিতায় না গিয়ে খুব সাধারণ ভাবে নিজেকে উপস্থাপন করুন। স্বাভাবিক কথাবর্তা বলুন। অন্যের ভাল দিকের প্রশংসা করুন। সাধারণ আপনাকেই সকলে পছন্দ করবে।
লালনকারী : পুরুষের মাঝে দায়িত্বশীলতা এবং তাদের ওপর নির্ভর করার বিষয়টি মেয়েদের দারুণ ভালো লাগে। একজন পুরুষকে আদর্শ লালনকারী হিসেবে দেখতে চান নারীরা। তারা শুধু সঙ্গিনীর নয়, নিজের বিষয়েও সচেতনতার লক্ষণ থাকতে হবে। অর্থাৎ, তার চুল পরিপাটি, পরিষ্কার নখ, দুর্গন্ধহীন মুজা আর ঘামের গন্ধহীন পোশাক পরবেন।
খেয়াল রাখা : মেয়েরা এমন পুরুষ চান যিনি সব সময় সঙ্গিনীর খেয়াল রাখবেন এবং ভালোবাসবেন। সামান্য কাজেও তার প্রকাশ ঘটতে পারে। যেমন- হাত ধরে রাস্তা দিয়ে হাঁটছেন, একসঙ্গে সূর্যাস্ত দেখছেন বা বিশেষ মুহূর্তে জড়িয়ে ধরে স্বান্তনা দিচ্ছেন ইত্যাদি। মেয়েদের প্রতি সম্মান ও খেয়াল রাখা পুরুষরা তাদের স্বপ্নের পুরুষ হয়ে থাকেন।
স্পর্শে আপন করুন: মানুষের নিকটে যাওয়ার ভাল উপায় তার সাথে কোলাকুলি, মোলাকাত অথবা আবেগের বহিপ্রকাশ হিসেবে তার কাঁধে বা পিঠে হাত রেখে কথা বলা। এতে আপনার প্রতি অন্যের আগ্রহ সৃষ্টি হবে। তবে অহেতুক স্পর্শ ভালোর চেয়ে খারাপই বেশি করবে। মনে রাখবেন, স্বাভাবিক আচরন মুখ্য বিষয়।
সেন্স অব হিউমার : মেয়েদের কাছে পুরুষের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটি হলো তার নিখুঁত সেন্স অব হিউমার। যার সঙ্গে সময় কাটাতে গেলে মেয়েদের চেহারা হাসিতে উদ্ভাসিত হয়ে থাকে, তার সঙ্গে আজীবন কাটাতে চান তারা। সেন্স অব হিউমার এমনিতেই মারাত্মক একটি গুণ। নারীরা এমন কোনো পুরুষের সঙ্গ পেতে চান না যার সংস্পর্শে বিষণ্নতায় ছেয়ে যায় মন। তবে সেন্স অব হিউমার আক্ষরিক অর্থেই ইতিবাচক হতে হবে। অন্যকে খাটো করে কৌতুক করা নয়।
নখের যত্ন নিনঃ মানুষের সাথে মেলামেশার সময় সর্বদা নিজের নিখের দিকে খেয়াল রাখুন। নখের যত্ন নিন। কে চাইবে ময়লা নখের ব্যক্তির সাথে করমর্দন করতে? পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তিকে সকলেই পছন্দ করে।
নম্র : বন্ধুসুলভ-কঠোর এবং নম্র-ভদ্র স্বভাবের মিশেল যে ছেলেদের মধ্যে রয়েছে, তারা সকলেদের চোখের মণি। তা ছাড়া নম্রতার গভীরতা দিয়ে কোনো অস্থিরতাকেও যারা স্থির করে দিতে পারেন, তারদের ব্যাপারে নিশ্চিন্তে মাথা রাখতে চান অন্যরা। জীবনের প্রতিটি ঘটনা, দুর্ঘটনা, হাসি আর কষ্টে পুরুষের ব্যক্তিত্বের এই বৈশিষ্ট্যটি শান্তি বিলিয়েছে।
নিজেকে সাধারণ ভাবে উপস্থাপন করুন: মানুষের সাধারণ প্রবৃত্তি হল প্রথম দেখায় নিজেকে সেরা প্রমাণ করা। এইজন্য অপর জনের সাথে প্রতিযোগিতা শুরু করে দেয়। তবে এটা আপনাকে শুধু ছোটই করবে। এই আচরন অনেকটা শিশুসুলভ। তাই সস্তা প্রতিযোগিতায় না গিয়ে খুব সাধারণ ভাবে নিজেকে উপস্থাপন করুন। স্বাভাবিক কথাবর্তা বলুন। অন্যের ভাল দিকের প্রশংসা করুন। সাধারণ আপনাকেই সকলে পছন্দ করবে।
বুঝে-শুনে কথা বলা : অন্যদের সাথে আলাপের ক্ষেত্রে বুঝে-শুনে কথা বলুন। অযথা কথা না বলাই শ্রেয়। অযথা কথা বলতে গেলে হয়ত বিরিক্তিকর কিছু বলবেন, অথবা অন্যকে আঘাত করে বসবেন। একদম কিছু বলার না থাকলে অন্যের কথা শুনুন। মাঝে মাঝে প্রাসঙ্গিক প্রশ্ন করুন।
মানুষ প্রকৃতিগত ভাবেই চায় তাকে সবাই পছন্দ করুক। কিন্তু অনেক সময় তা সম্ভব হয় না। প্রত্যেকের মাঝেই কিছু খারাপ স্বভাব অথবা বিরক্তিকর অভ্যাস থাকে। সেগুলো ত্যাগ করে কিছু ভাল অভ্যাস গড়ে তুললে বেশিরভাগ মানুষের পছন্দের মানুষ হওয়া যায়। এইজন্য দরকার সচেষ্ট হওয়া। পছন্দ আর ভালবাসার মত দামি জিনিস পাওয়ার জন্য খুব একটা কষ্ট করতে হবে বলে মনে হয় না।
তথ্য সূত্র : ইন্ডিয়া টাইমস।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/