মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:০৪:৪৬

অন্ধ টুমটুম এখন অধ্যাপক

অন্ধ টুমটুম এখন অধ্যাপক

এক্সক্লুসিভ ডেস্ক : ইচ্ছা থাকলেই উপায় হয়- এ কথার প্রমাণ দিলেন কলকাতার বালি শহরের বাসিন্দা টুমটুম মুখার্জি। জন্ম থেকেই দৃষ্টিহীন। শারীরিক গঠনও এমন, যে সামান্য পথ চলতেও সমস্যা হয় বালির টুমটুম মুখার্জির। তবে সব প্রতিবন্ধকতার দেওয়াল সরিয়ে তিনি একজন সফল মহিলা।

ভারতের গণমাধ্যম জিনিউজে জানানো হয়, বাঁকুড়া সারদামণি মহিলা কলেজের বাংলার সফল অধ্যাপক টুমটুম মুখার্জি জন্ম থেকেই দৃষ্টিহীন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে দেখা দেয় আরও শারীরিক সমস্যা।

তবুও তিনি থেমে থাকেননি। বিএ, এমএ, এম ফিল করে শিক্ষকতা শুরু করেন টুমটুম। ২০১০ সালে অধ্যাপনা শুরু করেন বাঁকুড়ার সারদামণি মহিলা কলেজে।

টুমটুম মুখার্জির ভরসা ছাত্রীরাই। তারা পড়েন, আর তিনি ব্যাখ্যা করেন। ক্লাসে আসেন ছাত্রীদের হাত ধরেই। আবার ক্লাস শেষ হলে ছাত্রীরাই তাকে দিয়ে আসেন স্টাফরুমে। এই অধ্যাপককে নিয়ে গর্বিত ছাত্রী থেকে কলেজ কর্তৃপক্ষ সকলেই।

শুধু অধ্যাপনায় নয়; টুমটুম মুখার্জি বাড়ি ঘরের কাজ একা হাতে সামলান। রান্না থেকে শুরু করে গৃহস্থালির সমস্ত কাজ। মাস চারেক আগে বিয়েও করেছেন তিনি। এখন তার ভরাট সংসার।

টুমটুম মুখার্জির অনুপ্রেরণা রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি চান আরো এগিয়ে যেতে; আরো অনেক দূর।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে